বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Primary Teachers' Recruitment Scam: দুর্নীতি মামলায় ৪৩,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ নথি গেল CBI-র হাতে , এবার কী হবে?
প্রায় ৪৩,০০০ প্রাথমিক শিক্ষকের নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হল। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সেই তথ্য তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এমনিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলার তদন্তে ৪২,৯৪৯ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত তথ্য় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একটি ইমেল আইডিতে প্রায় ৪৩,০০০ জন শিক্ষকের নথি জমা পড়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবারের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপর শুক্রবার সিবিআইয়ের কাছে সেই নথি জমা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
বাংলার মুখ খবর