প্রকাশিত হল প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি। এবার টেটের মাধ্যমে ১১,০০০ শূন্যপদ পূরণ করা হবে। তবে কবে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে জানানো হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ অক্টোবর বা তারপরে অনলাইনে আবেদন সংক্রান্ত তথ্য জানানো হবে।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনের যোগ্যতামানের ক্ষেত্রে দুটি মূল বিভাগ আছে। প্রথম বিভাগে যে প্রার্থীরা শিক্ষা সংক্রান্ত ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে পাশ করে দিয়েছেন, তাঁদের যোগ্যতামানের উল্লেখ করা হয়েছে। যাঁরা এখন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন, তাঁদের যোগ্যতামান উল্লেখ করে দিয়েছে পর্ষদ।
প্রথম বিভাগ
১) উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর এবং বুনিয়াদি শিক্ষায় দু'বছরের ডিপ্লোমা।
অথবা,
২) উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। সেইসঙ্গে চার বছরের বিএলএড (B.El.Ed) কোর্স করতে হবে।
অথবা,
৩) উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত এডুকেশন (স্পেশাল এডুকেশন) ডিপ্লোমা থাকতে হবে।
অথবা,
৪) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক পাশ করতে হবে। সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
বিশেষ দ্রষ্টব্য: সংরক্ষিত প্রার্থীদের জন্য উচ্চমাধ্যমিকের ন্যূনতম নম্বরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি-এ এবং ওবিসি-বি), বিশেষভাবে সক্ষম, এক্স-সার্ভিসম্যান-সহ বিভিন্ন সংরক্ষিত প্রার্থীদের উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।
দ্বিতীয় বিভাগ
১) ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যাঁরা দু'বছরের ডি.এল.এড কোর্সে চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। তবে এই বিজ্ঞপ্তি প্রকাশের দিনে (অর্থাৎ ২৯ সেপ্টেম্বর) তাঁদের চূড়ান্ত পরক্ষা হয়ে যেতে হবে।
এবং,
২) যাঁর আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু'বছরের ডি.এড (স্পেশাল এডুকেশন) কোর্সের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের অপেক্ষায় আছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
এবং,
ইতিমধ্যে বি.এড কোর্সের চূড়ান্ত পরীক্ষা যাঁরা দিয়েছেন এবং রেজাল্টের অপেক্ষায় আছেন, তাঁরা টেট দিতে পারবেন।
এবং,
৪) যাঁরা ডি.এল.এড/ডি.এড (স্পেশাল এডুকেশন)/বিএড ট্রেনিং (শিক্ষাবর্ষ ২০২২-২০২২) কোর্স করছেন ও ডি.এল.এড/ডি.এড (স্পেশাল এডুকেশন)/বিএড ট্রেনিংয়ের (শিক্ষাবর্ষ ২০২২-২০২২) প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরও টেট দিতে পারবেন।
অনলাইনে আবেদন ফি:
জেনারেল প্রার্থীদের ১৫০ টাকা দিতে হবে। ওবিসি-এ এবং ওবিসি-বি প্রার্থীদের ক্ষেত্রে সেই অঙ্কটা পড়বে ১০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে। প্রার্থীরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ফি দিতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত প্রসেসিং ফি ধার্য করা হবে।
আরও পড়ুন: WB Primary TET 2022: ১১ ডিসেম্বর হবে প্রাথমিক টেট, বিজ্ঞপ্তি জারি হবে পুজোর আগেই
প্রাথমিক টেট কবে হবে?
গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, চলতি বছর ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হতে চলেছে।