বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Howrah: চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু, অভিযোগ তুলে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর মৃতের পরিজনদের

Howrah: চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু, অভিযোগ তুলে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর মৃতের পরিজনদের

অভিযুক্ত নার্সিংহোম। 

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দেহ হাসপাতালের সামনে রেখে হাওড়া - আমতা সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এক সময় হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে উত্তেজিত জনতা।

রোগীমৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়রা। বুধবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরের হাটাল এলাকার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু। অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিবারের দাবি, গত রবিবার স্থানীয় বাসিন্দা মিনতি পাঁজার টিউমারে অস্ত্রোপচার হয়। এর পর ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে। সোমবার তাঁকে পিজি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে আনলে মঙ্গলবার মিনতিদেবীর মৃত্যু হয়। বুধবার সকালে দেহ গ্রামে পৌঁছলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দেহ হাসপাতালের সামনে রেখে হাওড়া - আমতা সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এক সময় হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে উত্তেজিত জনতা। ভাঙা হয়, চেয়ার – টেবিল কম্পিউটার, এমনকী চিকিৎসার সরঞ্জাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃতের পরিবারের এক সদস্য বলেন, আমরা সুস্থ মানুষ ভর্তি করেছিলাম। হাসপাতালের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। রোগীর শারীরিক অবস্থার খবর আমাদের সময়মতো জানানো হয়নি। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, চিকিৎসায় কোনও গাফিলতি নেই। অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাঁকে রেফার করা হয়েছিল। আমরা যে কোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি।

 

বন্ধ করুন