বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না। এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দুব্যবহার এবং শারীরিক নিগ্রহের অভিযোগে এক অধ্যাপককে বরখাস্ত করল কর্তৃপক্ষ। অভিযুক্ত অধ্যাপকের নাম সুদীপ্ত ভট্টাচার্য। এর আগেও তাঁকে বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সময় টানা দেড় বছরের বেশি সময় ধরে তিনি বরখাস্ত ছিলেন। দু’মাস আগে তিনি ক্লাস নেওয়ার অনুমতি পেয়েছিলেন। তারপরে ফের তাঁকে বরখাস্ত করা হল। এই ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন অধ্যাপক।
সুদীপ্ত ভট্টাচার্য অর্থনীতি এবং রাজনীতি বিভাগের অধ্যাপক। এর আগে তাঁকে একাধিকবার শোকজ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রদের কাছে বেশ জনপ্রিয় মুখ এই অধ্যাপক। তাঁকে বেশ কয়েকবার পড়ুয়াদের আন্দোলনে দেখা গিয়েছে। এর আগে ১ বছর ৯ মাস তাঁকে বরখাস্ত করা হয়েছিল। তারপর ২ মাস আগে ক্লাসের অনুমতি পেয়েছিলেন। গত ২৩ নভেম্বর উত্তপ্ত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে তাঁকে মারধর করা হয়। অভিযোগ সেই সময় অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ঘটনাস্থলে ছিলেন। তাঁর বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছিলেন উপাচার্য।
সেই অভিযোগ তুলে গত নভেম্বরে তাঁকে শোকজ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এরপর তাঁকে বরখাস্ত করা হল। ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফে চিঠি পাঠান হয়েছে অধ্যাপককে। চিঠিতে পড়ুয়া, বহিরাগত এবং দুষ্কৃতীদের অশান্তিতে মদত দেওয়ার অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি উপাচার্যকে হুমকি, কাজে বাধা এবং শারীরিক হেনস্থারও অভিযোগ আনা হয়েছে। স্বপক্ষে যুক্তি দেওয়ার জন্য অধ্যাপককে ১৫ দিন সময় দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।