বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অমর্ত্য ‘হেনস্থা’র প্রতিবাদে প্রতীচীতে অবস্থান-মিছিল, কাল ধর্নায় তৃণমূল

অমর্ত্য ‘হেনস্থা’র প্রতিবাদে প্রতীচীতে অবস্থান-মিছিল, কাল ধর্নায় তৃণমূল

মিছিলে প্রতিবাদ শান্তিনিকেতনে। (নিজস্ব চিত্র)

মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। এ ছাড়াও মিছিলে সামিল হন আশ্রমিক স্বপন ঘোষ, কুন্তল রুদ্র, সুবীর বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্টজন ও সাধারণ মানুষ।

'যেন যক্ষপুরী হয়ে উঠেছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন।' অমর্ত্য সেনকে দেওয়া বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস তারই ইঙ্গিত দিচ্ছে। এই অভিযোগ তুলে ‘প্রতীচী’ সামনে অবস্থানে বসল সামাজিক মর্যাদা রক্ষা সমিতি। শুক্রবার সকালে একটি মিছিলও বের করা হয় সমিতির পক্ষ থেকে। মিছিলটি 'প্রতীচী' থেকে শান্তিনিকেতন স্টেট ব্যাঙ্ক পর্যন্ত যায়। রবীন্দ্র গান ও রক্তকরবী নাটক অভিনয়ের মধ্যে দিয়ে প্রতিবাদ জানান শিল্পীরা।

মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। এ ছাড়াও মিছিলে সামিল হন আশ্রমিক স্বপন ঘোষ, কুন্তল রুদ্র, সুবীর বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্টজন ও সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতে ভিড় বাড়ে। রক্তকরবী পথ নাটিকা হিসাবে উপস্থাপনা করে চৈতি ঘোষাল ও তাঁর সহযোগীরা। চৈতি বলেন, 'শান্তিনিকেতন যেন যক্ষপুরী হয়ে উঠেছে। আমরা শিল্পীরা তো শিল্প দিয়ে প্রতিবাদ জানাতে করতে জানি। ‘আয় রে ভাই, লড়ায়ে চল’, এটা বলার প্রয়োজন তৈরি হয়েছে। কারণ অমর্ত্য সেনের অমর্যাদা হতে দেওয়া যায় না।'

প্রসঙ্গত, বিশ্বভারতীর উচ্ছের নোটিসের পরই, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন নোবেল জয়ী। হাইকোর্ট জানিয়েছে নিম্ন আদালতে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী।

(পড়তে পারেন। ‘‌সব বিরোধী দল এক হয়ে যান’‌, সামশেরগঞ্জ থেকে মোদী হটানোর ডাক মমতার )

বিশ্বভারতীর নোটিস নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার মালদা যাওয়ার পথে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন, এই উচ্ছেদ-নোটিসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মতো আগামী ৬ ও ৭ মে নোবেলজয়ীর বাড়ির সামনে অবস্থানে বসবে তৃণমূল। তবে দলের নামে এই কর্মসূচি হবে না। ৩০-৪০ জন অবস্থানে বসবেন। এ ছাড়া বিশিষ্টজনেরা সেই অবস্থান-বিক্ষোভে যোগ দেবেন। এছাড়া ওই প্রতিবাদ অবস্থানে গান গাইবেন কবীর সুমন। উপস্থিত থাকেবন, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, গৌতম ঘোষের এবং বিশ্বভারতীর শিক্ষক, প্রাক্তনীদের অনেকে।

অশান্তির অশঙ্কায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে বিশ্বভারতী।

বন্ধ করুন