সম্প্রতি এলাকায় এলাকায় একের পর এক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। চোর ধরার জন্য রাত জেগে পাহারা দিলেন এবং চোর ধরেই ফেললেন। কিন্তু, তরপো? সাধারণত কোনও এলাকায় চোর ধরা পড়লে ক্ষুব্ধ জনতার উত্তম মাধ্যম বা গণপিটুনি জুটে থাকে চোরের কপালে। কিন্তু, তবে এ ক্ষেত্রে যা ঘটল তা শুনে হতবাক পুলিশ! কার্যত নজিরবিহীন ঘটনা ঘটল! মারের পরিবর্তে চা-বিস্কুট-জল খাইয়ে চোরকে আপ্যায়ন করলেন এলাকার মানুষ। এমন ঘটনা ক্যানিংয়ের সঞ্জয় পল্লী এলাকার।
পুলিশ ও স্থানীয় সুত্রে খবর, ওই এলাকায় কয়েক দিন ধরে বিভিন্ন বাড়িতে চুরি হচ্ছিল। তাই সেখানকার মানুষ জন রাত জেগে এলাকায় পাহারা দেন এবং শেষ পর্যন্ত তারা ওই চোরকে ধরে ফেলে। ঘটনায় জনতার হাতে মারধর খাওয়ার আশঙ্কায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই চোর। কিন্তু, স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করেননি , উল্টে চুরি করার কারণ জানতে চান চোরের কাছ থেকে। ওই চোর এলাকাবাসীদের জানায়, লকডাউনের কারণে সে কাজ হারিয়েছে। এখন পরিবারে ব্যাপক অর্থ সংকট চলছে। তাই সে চুরির পথে নেমেছে। তবে ভালো কোনও কাজ পেলে যে সে চুরি করবে না সেই কথাটাও জানিয়ে দেয় গ্রামবাসীদের।
চোরের কাছ থেকে এরকম কথা শোনার পরে তাকে সমবেদনা জানান এলাকার মানুষরা। তার পরেই তাকে চা-বিস্কুট জল খাওয়ান স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, লকডাউনে বহু মানুষ কাজ হারিয়েছেন। জীবিকার সন্ধানে অনেকেই অন্যান্য পেশার দিকে ছুটে গিয়েছেন। এখন লকডাউনে কাজ হারিয়ে কার্যত একজন মানুষ চুরিও করতে পরে সেই যুক্তি অবশ্য মেনে হয়েছেন ওই এলাকাবাসীরা।