বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পুব খাটতে এসে মত্ত স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

পুব খাটতে এসে মত্ত স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

প্রতীকি ছবি।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে শুনি খুন হয়েছে। মৃতের স্বামী পালানোর চেষ্টা করলে আমরা তাঁকে ধরে ফেলি। তার পর গাছে বেঁধে খবর দেওয়া হয় পুলিশে।

ঝাড়খণ্ডের দুমকা থেকে পুব খাটতে বর্ধমানে এসে মত্ত অবস্থায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে পূর্ব বর্ধমানের ভাতারের রাজিপুরে এই ঘটনা ঘটে। নিহতের নাম মুংলি মুর্মু (২৮)। ঘটনার কথা জানাজানি হওয়ার পর স্বামী সুরেশ মান্ডিকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুব খাটতে স্থানীয় ইউসুফের বাড়িতে এসেছিলেন মুংলি ও সুরেশ। দিন কয়েক ধরে দম্পতির মধ্যে বিবাদ চলছিল। রবিবার রাতে প্রবল মদ্যপান করেন সুরেশ। সোমবার সকালে কাজে যেতে চাইছিলেন না তিনি। এই নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধে তাঁর। এরই মধ্যে কাস্তে দিয়ে স্ত্রীকে কোপাতে থাকেন সুরেশ। তার পর তাঁকে বাঁশ দিয়ে পেটানো শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুংলির।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে শুনি খুন হয়েছে। মৃতের স্বামী পালানোর চেষ্টা করলে আমরা তাঁকে ধরে ফেলি। তার পর গাছে বেঁধে খবর দেওয়া হয় পুলিশে।

ইউসুফ জানিয়েছেন, ওরা প্রতি বছরই দুমকা থেকে আমার বাড়িতে পুব খাটতে আসে। এর আগে কখনও গোলমাল করতে দেখিনি। সোমবার সকালে হঠাৎ শুনি সুরেশ মদ খেয়ে মুংলিকে খুন করেছে। কেন সে এরকম করল জানি না। পুলিশ ওকে নিয়ে গেছে। আমি পুলিশকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব।

 

বন্ধ করুন