বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কেন্দ্র টাকা না পাঠালে বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না, হুমকি তৃণমূল নেতা

কেন্দ্র টাকা না পাঠালে বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না, হুমকি তৃণমূল নেতা

দেবু টুডু

সঙ্গে তিনি বলেন, ‘বিজেপি নেতারা মিটিং মিছিল করতে এলে তাদের ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন।’

এবার কেন্দ্রীয় সরকারি বঞ্চনার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপিকে মিটিং মিছিল না করতে দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল নেতা দেবু টুডু। শনিবার পূর্ব বর্ধমানে এক দলীয় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এমনকী বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দেন তিনি।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডুকে বলতে শোনা যায়, ‘কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের সঙ্গে শুধু বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের টাকা, বাংলা আবাস যোজনার টাকা, সমস্ত প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে। আগে ১০০ দিনের কাজের টাকা দে, আমাদের বাড়ির টাকা দে তার পর মিটিং মিছিল হবে’। সঙ্গে তিনি বলেন, ‘বিজেপি নেতারা মিটিং মিছিল করতে এলে তাদের ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন।’

প্রাথমিক টেট দুর্নীতিতে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ED

জবাবে বিজেপি বলেছে, ‘কেন্দ্রীয় অনুদানের টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে পাড়ায় পাড়ায় তৃণমূল নেতারা কেমন ফুলে ফেঁপে উঠছেন তা সবাই দেখতে পাচ্ছে। ডোজার দিয়ে কাজ করিয়ে ১০০ দিনের টাকা সরিয়েছেন তৃণমূল নেতারা। তাই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগে হিসাব দেও, তার পর টাকা। ফ্রি ইনকাম বন্ধ হয়ে যাওয়ায় তৃণমূল নেতাদের মাথায় রক্ত উঠে গেছে।’

বলে রাখি, বিভিন্ন কারণে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের অনুদান পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ ওঠায় রাজ্য সরকারকে হিসাব দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনাসহ বেশ কয়েকটি প্রকল্পের রাজ্য নাম পরিবর্তন করায় সেগুলিতে অনুদান বন্ধ রেখেছে কেন্দ্র। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নাম না বদলালে টাকা পাঠাবে না তারা।

 

 

বন্ধ করুন
Live Score