দলের দুর্নীতির কথা সাংবাদিকদের বলবেন না। দলীয় নেতৃত্বদের সেকথা জানান। দলের কর্মীদের এমনই পরামর্শ দিলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী। মঙ্গলবার মঙ্গলকোটের ভাল্য গ্রামে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে এমনই মন্তব্য করেন স্থানীয় বিধায়ক।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুলসোনা বাসস্ট্যান্ডে আজ মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাল্যগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, পেট্রোল - ডিজেল রান্না গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ সভা বলে জানান মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য।
সেখানে বিধায়ক অপূর্ব চৌধুরী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে। লোকসভা ভোটে কেন্দ্রীয় সরকারের পতন হবেই। এর পরই তিনি বলেন, ‘দলে যদি কোন দুর্নীতি হয়, এলাকায় যদি কোন কুকাজ হয় তাহলে সাংবাদিকদের কাছে মুখ খুলবেন না। দলীয় নেতৃত্বকে সেই কথা জানান। কিন্তু সাংবাদিকদের কিছু বলবেন না’।
বিরোধীদের দাবি, একের পর এক দুর্নীতির অভিযোগে ব্যতিব্যস্ত তৃণমূল। সংবাদমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে শাসকের দুর্নীতির ব্যাপকতা। আর দলের একাংশের অনুমান, নেতাদের বিরুদ্ধে মুখ খুলে বিপদ বাড়াচ্ছেন দলের কর্মীরাই। তাই কি এই সাবধানবাণী বিধায়কের।