পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকে ফের এক তৃণমূল নেতার উস্কানিমূলক বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল প্রকাশ্য সভা থেকে বিজেপি নেতাকর্মীদের ‘বেঁধে পেটানোর’ হুমকি দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন। শুক্রবার শ্যামসুন্দর বাজারে ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে বামদেব বলেন, রায়নাতে কেউ সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করলে, এসআইআরের নাম করে মুসলিমকে বাঙালি সাজানোর চেষ্টা করলে, বিজেপি নেতাদের বেঁধে পিটিয়ে আধমরা করা হবে।
আরও পড়ুন: কোন্নগরে TMC নেতা খুনে গ্রেফতার ‘বাম আমলের ত্রাস’ কুখ্যাত গ্যাংস্টার বাঘা
তবে এখানেই তাঁর বক্তব্য থেমে থাকেনি। বিজেপিকে সরাসরি আক্রমণ করে তিনি দাবি করেন, বিজেপি বিভিন্ন জায়গায় এক সম্প্রদায়কে আক্রমণ করছে, অপমান করছে। এ রাজ্যে সেটা চলবে না। এখানে কোনও ভেদাভেদ নেই, বরদাস্তও করা হবে না। তাঁর এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে, শুরু হয় সমালোচনার ঝড়। বিরোধীরা প্রশ্ন তুলেছে, শাসকদলের এক ব্লক সভাপতির মুখে এমন ভাষা কি গণতান্ত্রিক হতে পারে?
প্রসঙ্গত, বামদেব মণ্ডলের বিতর্কিত মন্তব্য নতুন নয়। কয়েক মাস আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, রাজনৈতিক ষড়যন্ত্র করলে বা বিরোধী কর্মকাণ্ডে জড়ালে গাছে বেঁধে পেটানো হবে। সেসময়ও তাঁর মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক উঠেছিল। এবার আবারও প্রকাশ্য মঞ্চ থেকে সহিংসতার বার্তা দিয়ে পরিস্থিতি আরও জটিল করলেন তিনি।
ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কটাক্ষ করে বলেছেন, নিজের দলের লোকই ওঁর পাশে নেই। মহিলাদের দিয়ে সভা ভরিয়ে এভাবে শক্তি দেখানোর চেষ্টা করছেন বামদেববাবু। তাঁর অভিযোগ, তৃণমূল নেতারা প্রশাসনিক ছত্রছায়ায় থেকে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করতে চাইছেন।যদিও তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, তবে স্থানীয় মহলে চাপা অস্বস্তি স্পষ্ট।