বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik Pass Percentage: মাধ্যমিকের পাশের হারে এবারও শীর্ষে পূর্ব মেদিনীপুর, তালিকায় কোথায় কলকাতা?

Madhyamik Pass Percentage: মাধ্যমিকের পাশের হারে এবারও শীর্ষে পূর্ব মেদিনীপুর, তালিকায় কোথায় কলকাতা?

মাধ্যমিকের পাশের হারে এবারও শীর্ষে পূর্ব মেদিনীপুর (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

Madhyamik Pass Percentage: এ বছর মোট পাশের হার ৮৬.০৬ শতাংশ। ৯ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী এবার পাশ করেছেন। এবার ছাত্রদের পাশের হার ৮৮ শতাংশ, ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৫ শতাংশ।

এবছরও মাধ্যমিকে পাশের হারের নিরিখে শীর্ষে থেকেছে পূর্ব মেদিনীপুর। পর্ষদের তথ্য অনুযায়ী এবার দ্বিতীয় স্থানে কালিম্পং। এরপরে যথাক্রমে রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এ বছর মোট পাশের হার ৮৬.০৬ শতাংশ। ৯ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী এবার পাশ করেছেন। এবার ছাত্রদের পাশের হার ৮৮ শতাংশ, ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৫ শতাংশ। কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পরীক্ষার জন্য ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করালেও পরীক্ষা  দিয়েছেন মোট ১০.৯৮ লক্ষ পড়ুয়া।

এবার পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা কালিম্পংয়ের পাশের হার - ৯৪.২৭ শতাংশ। তার পরে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এখানে পাশের হার ৯৪.৬২ শতাংশ। তালিকায় চতুর্থ স্থানে থাকা কলকাতার পাশের হার ৯৪.৩৬ শতাংশ, ঝাড়গ্রামের পাশের হার ৯২.০৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলার পাশের হার ৮৯.৬১ শতাংশ।

এবার হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। তাছাড়া ফল দেখতে আপনি যেতে পারেন wbbse.wb.gov.in বা wbresults.nic.in সাইটে। উল্লেখিত সাইটে গিয়ে 'WBBSE class 10th Results' লিঙ্কে ক্লিক করতে হবে। নিজের রোল নম্বর নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। এরপর 'Submit'-এ ক্লিক করতেই স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল।

 

বন্ধ করুন