বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পুলিশের সামনে BJPর মিছিলে বোমা - গুলি চালানোর অভিযোগ TMCর বিরুদ্ধে

পুলিশের সামনে BJPর মিছিলে বোমা - গুলি চালানোর অভিযোগ TMCর বিরুদ্ধে

বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা

বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অভিযোগ, তৃণমূলের শেষের দিন এসে গিয়েছে। ওদের সঙ্গে আর মানুষ নেই। রয়েছে শুধু কতগুলো গুন্ডা। তারা সন্ধের পর পাউচ আর কটা বোমা - বন্দুক নিয়ে বসে। এসব হার্মাদ আমার মতো ভূমিপুত্রকে টলাতে পারবে না।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে পুলিশের সামনে বিজেপির মিছিলে বোমা ও গুলি ছোড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে ভূপতিনগরের পাঁউশি এলাকা। তৃণমূলের পালটা দাবি, বোমা - গুলি চালিয়েছে বিজেপি।

রবিবার স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে ভূপতিনগরের পাঁউশি এলাকায় মিছিল করছিলেন বিজেপি কর্মীরা। মিছিলেন নিরাপত্তায় মোতায়েন ছিল পুলিশ। অভিযোগ, তখন স্থানীয় একটি খালের উলটো পাড় থেকে মিছিল লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। মিছিলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের ঘেরাও করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।

বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অভিযোগ, তৃণমূলের শেষের দিন এসে গিয়েছে। ওদের সঙ্গে আর মানুষ নেই। রয়েছে শুধু কতগুলো গুন্ডা। তারা সন্ধের পর পাউচ আর কটা বোমা - বন্দুক নিয়ে বসে। এসব হার্মাদ আমার মতো ভূমিপুত্রকে টলাতে পারবে না।

স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি মিহির ভৌমিক বলেন, ‘বিজেপিই মিছিল থেকে বোমা - বন্দুক চালিয়েছে। যত জেল ফেরত আসামী সব ওদের দলে। আমাদের ছেলেরা শান্ত ছিল বলে বড় ধরণের অশান্তি হয়নি।’

 

বন্ধ করুন