বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পদ হারিয়ে কেঁদেই ফেললেন নন্দকুমারের বিধায়ক, সিদ্ধান্ত নেবেন তাঁর ‘‌নেতা’‌র কথায়

পদ হারিয়ে কেঁদেই ফেললেন নন্দকুমারের বিধায়ক, সিদ্ধান্ত নেবেন তাঁর ‘‌নেতা’‌র কথায়

নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। ফাইল ছবি

এদিন সুকুমারবাবু বলেন যে প্রয়োজনে তিনি দলও ছেড়ে দিতে পারেন। আর এই দল ছাড়ার কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন নন্দকুমারের বিধায়ক। কাঁদতে কাঁদতে বলেন, ‘‌প্রয়োজনে দল ছাড়তে হবে। আমি যদি সম্মান না পাই, কী করব!‌’‌

তৃণমূলের শুরু থেকে দলের সঙ্গে রয়েছেন তিনি। পরপর দু’‌বার নন্দকুমারের বিধায়ক হয়েছেন সুকুমার দে। আর এখন তাঁর অভিযোগ, ‌তাঁর কথাতে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এমনকী পিকে–র দলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, যে আইপ্যাকের সদস্যদের কথায় তিনি বহুবার অপমানিত হয়েছেন। আর এবার তাঁকে হারাতে হল ব্লক সভাপতির পদ। বুধবার পদ খুইয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে। দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ সুকুমারবাবু নয়া ব্লক সভাপতিকে মানতে নারাজ। এভাবেই ফের পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অন্দরে কোন্দল প্রকাশ্যে উঠে এল।

বুধবারই ছিল তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি ঘোষণা। জেলা কমিটির ব্লকস্তরের নেতাদের নাম ঘোষণা করা হয়। সেখানে নন্দকুমার ব্লকের সভাপতি ছিলেন বিধায়ক সুকুমার দে। নতুন কমিটিতে তাঁকে সরিয়ে ব্লক সভাপতি করা হয়েছে সুকুমার বেরাকে। এ নিয়ে রীতিমতো চোখে জল নিয়ে ক্ষোভ জানালেন সুকুমার দে। এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে হাউহাউ করে কেঁদে ফেলেন।

ছলছল চোখে সুকুমারবাবু বলেন, ‘‌দল যা সিদ্ধান্ত নিয়েছে তা–ই করেছে। এখানে আমার কিছু বলার নেই। আমার সিদ্ধান্ত আমি এক সপ্তাহের মধ্যে জানাবো। ইতিমধ্যে আমার যে মূল নেতৃত্ব তাঁকে আমি এ ঘটনার কথা জানিয়েছি।’‌ এদিন সুকুমারবাবু বলেন যে প্রয়োজনে তিনি দলও ছেড়ে দিতে পারেন। আর এই দল ছাড়ার কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন নন্দকুমারের বিধায়ক। কাঁদতে কাঁদতে বলেন, ‘‌প্রয়োজনে দল ছাড়তে হবে। আমি যদি সম্মান না পাই, কী করব!‌’‌

দলীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই সুকুমার দে–র সঙ্গে সুকুমার বেরার দ্বন্দ্ব চরমে। এদিন শিশির অধিকারী নতুন জেলা কমিটি ঘোষণা করার পর যখন সুকুমার দে দেখেন যে তাঁর নাম সেখানে নেই তখনই তিনি সুব্রত বক্সিকে এ কথা জানান। এবং পাশাপাশি ‘‌আর এক নেতা’‌কে তিনি এ ব্যাপারে অবগত করেন। এই ‘‌নেতা’‌ কি শুভেন্দু অধিকারী?‌ তা অবশ্য খোলসা করতে চাননি সুকুমারবাবু। তিনি জানান, সেই ‘‌নেতা’‌ যা বলবেন তা–ই করবেন তিনি। তাঁর নির্দেশের অপেক্ষায় রয়েছেন সুকুমার দে।

আর এ ব্যাপারে সদ্যনিযুক্ত ব্লক সভাপতি সুকুমার বেরার দাবি, ‘নতুন প্রজন্ম হিসেবে আমি সুকুমার দে–র হাত ধরে তাঁকে দলে নিয়ে এসেছিলাম। আমি খুশি তিনি বিধায়ক হয়েছেন। কিন্তু তিনি যে এভাবে আমার বিরোধীতা করছেন, তাতে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওঁর সুমতি হোক।’‌

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত ৯৯৯ কোটি টাকা জমা পড়ল অ্যাকাউন্টে, গ্রাহক ব্যাঙ্ককে জানাতেই হল এক কাণ্ড! বিকিনিতে শুভেন্দুর নাতনি! বালির সমুদ্র সৈকতে শরীরে উন্মুক্ত শরীরে ছ্যাঁকা দিলেন বৈদিক মন্ত্র পড়ে সমকামী বিয়ে মেনে নিল ভারতের এই প্রতিবেশী দেশ ধুলো জমবে ল্যাপটপে, ঘুরে বেড়াবেন কর্মীরা! ৯ দিনের লম্বা ছুটি দিল কোম্পানি Anti-aging Tips: ৫০ বছর বয়সেও আপনাকে ২৫ বছর বয়সী দেখাবে, এই টিপস মানুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.