বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পুরুলিয়ায় কাড়া লড়াইয়ের আসরে মৃত্যু, প্রশ্ন পুলিশের ভূমিকায়

পুরুলিয়ায় কাড়া লড়াইয়ের আসরে মৃত্যু, প্রশ্ন পুলিশের ভূমিকায়

নিহত রথু বাউড়ি।

রবিবার পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত হাতিমারা গ্রামে কাড়া লড়াই অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষজন কাড়া লড়াই দেখতে ভিড় জমান। লড়াই চলাকালীন একটি কাড়া জনতার দিকে ছুটে আসে।

পুরুলিয়ায় কাড়া (মহিষ) লড়াই দেখতে গিয়ে মৃত্যু হল ১ জনের। নিহতের নাম রথু বাউড়ি (৫২)। পাড়া থানার ন’ডিহা গ্রামের ঘটনা।

রবিবার পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত হাতিমারা গ্রামে কাড়া লড়াই অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষজন কাড়া লড়াই দেখতে ভিড় জমান। লড়াই চলাকালীন একটি কাড়া জনতার দিকে ছুটে আসে। সেই সময়ই কাড়ার আক্রমণে গুরুতর আহত হন রথু বাউড়ি নামে ওই ব্যক্তি। ঘটনার পরই সেখানের লোকজন তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই ভেস্তে যায় ওই কাড়া লড়াইয়ের আসর ।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । প্রশ্ন উঠছে, জেলায় নিষিদ্ধ রয়েছে কাড়া লড়াইয়ের আসর। সেখানে পাড়া থানার ওই এলাকায় পুলিশের অজান্তে কাড়া লড়াইয়ের অনুষ্ঠান হলো কী ভাবে ? কেন পুলিশ কেন ব্যাবস্থা নেয়নি? প্রশ্ন উঠছে।

 

বন্ধ করুন