বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বয়স হয়েছে বলে পোষ্য কুকুরকে রাস্তায় ছেড়ে রেখে গেলেন মালিক

বয়স হয়েছে বলে পোষ্য কুকুরকে রাস্তায় ছেড়ে রেখে গেলেন মালিক

রাস্তায় ছেড়ে যাওয়া সেই জার্মান শেফার্ড

কুকুর ছেড়ে যাওয়ার খবরে ভিড় করেন স্থানীয়রা। আসেন স্থানীয় পশু চিকিৎসক রাহুল পুনরিয়া। তিনি কুকুরটিকে সঙ্গে রাখার ইচ্ছা প্রকাশ করেন। তাতে আপত্তি করেননি স্থানীয়রা।

বয়স্ক কুকুরকে রাস্তায় ছেড়ে দিয়ে যাওয়ার অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। ঘটনার পুরুলিয়া শহর লাগোয়া চাষ রোডের। কে বা কারা জার্মান শেফার্ড প্রজাতির কুকুরটিকে ছেড়ে দিয়ে গিয়েছেন তা জানা যায়নি। প্রাণীটিকে আপন করে নিয়েছেন এক পশু চিকিৎসক।

স্থানীয় দোকানদার বিষ্ণু মাহাতো বলেন, কোটশিলার দিক থেকে গাড়ি করে এসে কেউ কুকুরটিকে ছেড়ে দিয়ে যায়। কুকুরটির বয়স হয়েছে। সম্ভবত খুব অযত্নে ছিল। শরীরে চর্মরোগের উপসর্গ রয়েছে। আমরা ওকে মাংস খেতে দিই। ও তৃপ্তি করে খেয়েছে।

কুকুর ছেড়ে যাওয়ার খবরে ভিড় করেন স্থানীয়রা। আসেন স্থানীয় পশু চিকিৎসক রাহুল পুনরিয়া। তিনি কুকুরটিকে সঙ্গে রাখার ইচ্ছা প্রকাশ করেন। তাতে আপত্তি করেননি স্থানীয়রা।

তিনি জানিয়েছেন, কুকুরটিকে দীর্ঘদিন ঠিক মতো খেতে দেওয়া হয়নি বলে মনে হচ্ছে। ঘরের কুকুর রাস্তায় ছেড়ে দেওয়ায় আতঙ্কে ভুগছিল। আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। আশা করি ওকে সুস্থ করে তুলতে পারব। যারা এই কাজ করেছেন তাদের কথা ভেবে লজ্জা করছে। কুকুর সহ যে কোনও প্রাণীকে আপন করার আগে ভেবে দেখা উচিত, শেষ দিন পর্যন্ত যত্ন করতে পারব তো?

মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে গৃহপালিত পশু রাস্তায় ছেড়ে যাওয়ার মতো ঘটনা মাঝেমাঝেই ঘটে। নানা রকম বিচিত্র প্রাণী পালন করে থাকেন মার্কিনিরা। আর সামলাতে না পারলেই প্রাণীগুলিকে রাস্তায় ছেড়ে দিয়ে যান তারা। যা নিয়ে প্রচুর ভোগান্তি পোহাতে হয় মার্কিন বনদফতরকে।

 

বন্ধ করুন