শীতটা আবার হালকা করে ফিরেছে। তাই পর্যটকদের ইচ্ছা ছিল কাছাকাছি শীতের আমেজ মেখে অযোধ্যা পাহাড় ঘুরে আসবেন। যেমন ইচ্ছা তেমনই পরিকল্পনা। একটি ট্যুরিস্ট ট্রাভেলার বাস নিয়ে বেরিয়ে পড়া হয়েছিল। কিন্তু সেটা যে পথ দুর্ঘটনার কবলে পড়বে কে জানত! ট্যুরিস্ট ট্রাভেলার বাসটি পড়ল পথ দুর্ঘটনায়। আর তার জেরে মৃত্যু হল একজন পর্যটকের। এই পরিস্থিতিতে ভ্রমণের আনন্দ রীতিমতো শোকে পরিণত হল। এই পথ দুর্ঘটনার জেরে আহত হন এক শিশু–সহ ১৩ জন। আজ, শনিবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া–বাঁকুড়া ৬০ (এ) জাতীয় সড়কের উপর। ওই এলাকাটি পুরুলিয়ার হুড়া থানার অন্তর্গত।
স্থানীয় সূত্রে খবর, এই মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে এখন সকলেই হাসপাতালে যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন। ইতিমধ্যেই একজন পর্যটক মারা গিয়েছেন। মৃত পর্যটকের নাম আকাশ দাস (৩৬)। আর আহতদের সকলকে ভর্তি করা হয়েছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ট্যুরিস্ট ট্রাভেলার বাসটি উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু সে সফর সফল হল না। ওই ট্যুরিস্ট ট্রাভেলার বাসটি হুড়া থানা এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়। আর বাকি ১৩ জন হাসপাতালে জখম অবস্থায় চিকিৎসাধীন।
আরও পড়ুন: কুপ্রস্তাবে রাজি হননি বধূ, আইসিডিএস কর্মীর উপর অ্যাসিড হামলা সাগর এলাকায়
আবার কুম্ভমেলা থেকে ফেরার পথেও পথ দুর্ঘটনা ঘটেছে। আর সেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় চার তীর্থযাত্রী–সহ ৬ জনের একসঙ্গে মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের বেলাগাভি থেকে কুম্ভমেলায় গিয়েছিলেন ওই তীর্থযাত্রীরা। এই পথ দুর্ঘটনায় ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। পথ দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে মোহ খালগাটে। তীর্থযাত্রীরা একটি টেম্পো করে কুম্ভমেলায় গিয়েছিলেন। তাঁরা ফিরছিলেন টেম্পো করেই। কিন্তু তখনই একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে টেম্পোর। তার জেরে ওই টেম্পো একটি ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দেখতে যাওয়ার জন্য যে ট্যুরিস্ট ট্রাভেলার বাসটি যাচ্ছিল সেটি পথ দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে যায়। আর সংঘর্ষ এতটা জোরে ছিল যে অনেক পর্যটকের অবস্থা আশঙ্কাজনক। এখনও বেশ কয়েকজন পর্যটক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাস্থলে পুলিশ এসে আহত যাত্রীদের হাসপাতালে পাঠাতে সাহায্য করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন। যখন ওভারটেক করছিল ট্যুরিস্ট ট্রাভেলার বাসটি তখন তার গতি বেশ জোরে ছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কলে পড়ে বলে পুলিশের অনুমান।