আজ মহাষষ্ঠী। এই উপলক্ষ্যে উৎসবের আমেজে মেতে উঠল মানুষজন। গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। এখন এই উৎসবের মধ্যেই পড়ল মাওবাদী পোস্টার। আজ, বুধবার পুরুলিয়ার বরাবাজারে মাওবাদী পোস্টার নজরে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। উৎসবের মধ্যেই কি তেতে উঠবে জঙ্গলমহল? প্রশ্ন উঠছে। কারণ মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বরাবাজার থানা এলাকায়। আজ সকালে ঝাড়খণ্ড সীমান্তবর্তী বরাবাজার থানার সিন্দরী, তুমড়াশোল ও লটপদা এলাকায় অসংখ্য মাওবাদী নামঙ্কিত পোষ্টারের দেখা মেলে।
এখন রাজ্য–রাজনীতি নানা ঘটনায় তপ্ত হয়ে রয়েছে। তার মধ্যে মাওবাদী নামাঙ্কিত পোস্টার বাড়তি চাপ তৈরি করেছে। এই মাওবাদী পোস্টার দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এই পোস্টার দেখে বেশ চমকে উঠেছে। মহাষষ্ঠীর দিন এমন ঘটনায় মহাফাঁপরে পড়েছে পুলিশ প্রশাসন। তবে এবার মাওবাদী নামাঙ্কিত এই পোস্টারে কোনওরকম হুমকির কথা লেখা নেই। যা রয়েছে সেটা হল এলাকার শিক্ষিত বেকার যুবক–যুবতীদের প্রতি আবেদন। তাঁদের গণআন্দোলনে যোগ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। যেটা ভাবিয়ে তুলেছে পুলিশকে।
আরও পড়ুন: ‘দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, সার্বজনীন’, শুভেচ্ছাবার্তা মহম্মদ ইউনুসের
ঠিক কী লেখা আছে ওই পোস্টারে? সাদা কাগজে লাল কালি দিয়ে পোস্টারটি লেখা রয়েছে। দুটি পয়েন্ট সেখানে উল্লেখ করা হয়েছে। মাওবাদী পোস্টারে লেখা হয়েছে, ‘সমাজের শিক্ষিত, বঞ্চিত যুবক–যুবতীদের কাছে আমাদের আবেদন আপনারা শাসক শ্রেণির নেতা–মন্ত্রীদের পিছনে না ছুটে গণ আন্দোলন গড়ে তুলুন। বেকারত্ব দূর করতে আমাদের আন্দোলনে যোগদান করুন। সিপিআই মাওবাদী।’ এই পোস্টারে স্পষ্ট যে, যুবক–যুবতীদের নিয়োগ করার আহ্বান করা হচ্ছে। আর তাঁদের দিয়েই রক্তক্ষয়ী আন্দোলন গড়ে তোলা হবে। কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্ত চলছে।
দীর্ঘদিন পর পুরুলিয়ার মতো প্রত্যন্ত জঙ্গলমহলে এই ধরনের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ল। পুলিশ সূত্রে খবর, ওই সমস্ত এলাকা থেকে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই পোস্টারের বিষয় নিয়ে পুলিশ কোন মুখ খুলতে চায়নি। তবে মাওবাদীদের এই পোস্টারগুলি আদৌ মাওবাদীদের সংগঠন থেকে দেওয়া হয়েছে কিনা বা এসবের পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে। এই পোস্টারগুলিতে কোনওরকম হুমকি বা প্রাণনাশের কথা লেখা নেই। যা রয়েছে শুধু আবেদন। তাছাড়া এখন রাজ্যে তৈরি হয়েছে বিভিন্ন গণ আন্দোলন। তাই এই ধরনের পোস্টার ঘিরে শুরু হয়েছে গুঞ্জন।