বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Purulia: পুরুল্যায় অভিষেকের গাড়ি লক্ষ্য করে কুড়মিদের বিক্ষোভ, উঠল 'চোর - চোর' স্লোগান

Purulia: পুরুল্যায় অভিষেকের গাড়ি লক্ষ্য করে কুড়মিদের বিক্ষোভ, উঠল 'চোর - চোর' স্লোগান

ডুমুরডিহা মোড়ে অভিষেকের গাড়ি। 

কুড়মী নেতা গোপাল মাহাতো জানান, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা জাতিটাকে অপমান করলেন। এর জবাব আগামিকাল তারা দেবেন। বৃহস্পতিবার যেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি থাকবে সেখানে তারা সর্বশক্তি দিয়ে পথ আটকাবেন।

কুড়মি আন্দোলনকারীদের উপেক্ষা করে পুলিশের ঘেরাটপে কনভয় নিয়ে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় পুরুল্যার মফস্বল থানার ডুমুরডিহা মোড়ে অভিষেকের সঙ্গে আন্দোলনকারীরা কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাদের সরিয়ে দেন পুলিশকর্মীরা। এই ঘটনায় কুড়মি সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। অভিষেকের এই আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার ফের তাঁর কনভয় আটকাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

অভিষেকের সঙ্গে দেখা করবেন বলে বুধবার সকাল থেকেই ডুমুরডিহা মোড়ে অপেক্ষা করছিলেন আন্দোলনকারীরা। তাঁর হাতে দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। অপেক্ষা করতে করতে সন্ধে গড়ায়। ডুমুরডিহা মোড়ে বাড়তে থাকে পুলিশের সংখ্যা। অভিষেকের কনভয় আসার কিছুক্ষণ আগে রাস্তার পাশ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেন পুলিশকর্মীরা। এর পর অবাধে সেখান থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কনভয়কে উদ্দেশ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ওঠে চোর – চোর স্লোগান। ব্যাপক ক্ষোভ ছড়ায় আন্দোলনকারীদের মধ্যে।

কুড়মী নেতা গোপাল মাহাতো জানান, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা জাতিটাকে অপমান করলেন। এর জবাব আগামিকাল তারা দেবেন। বৃহস্পতিবার যেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি থাকবে সেখানে তারা সর্বশক্তি দিয়ে পথ আটকাবেন। কোনও ভাবেই আর তৃণমূল সরকারকে সমর্থন নয়। কুড়মি সমাজের পক্ষ থেকে এই সরকারের চরম বিরোধিতায় নামা হবে বলেও জানান তিনি।

বলে রাখি মঙ্গলবার বাঁকুড়ায় একাধিক জায়গায় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। এক জায়গায় কুড়মি নেতাদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, কুড়মিরা কোনও দিন তৃণমূলকে ভোট দেননি। তাই বাঁকুড়া - পুরুল্যায় তৃণমূলের শোচনীয় ফল হয়েছে।

বন্ধ করুন