বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অমিত শাহের নীচে কবিগুরু রবীন্দ্রনাথ, বিজেপি’‌র পোস্টার ঘিরে তুমুল বিতর্ক

অমিত শাহের নীচে কবিগুরু রবীন্দ্রনাথ, বিজেপি’‌র পোস্টার ঘিরে তুমুল বিতর্ক

বিজেপি'র ফ্লেক্সে দেখা যাচ্ছে, অমিত শাহের ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি।

ফ্লেক্সে দেখা যাচ্ছে, অমিত শাহের ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তার নীচে আবার বিজেপি নেতা অনুপম হাজরার ছবি।

শনিবার অমিত শাহর বঙ্গসফরের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানাতে শাহর ব্যানার, পোস্টারে বোলপুরকে প্রায় মুড়ে ফেলেছে বিজেপি। সেই পোস্টার ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক। ফ্লেক্সে দেখা যাচ্ছে, অমিত শাহের ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আর তার নীচে বিজেপি নেতা অনুপম হাজরার ছবি। কেন ব্যানারে অমিত শাহর নিচে রবীন্দ্রনাথের স্থান? প্রশ্ন ক্ষুব্ধ রবীন্দ্রপ্রেমীদের।

ইদানীং বিজেপি’‌র বঙ্গ–প্রেম বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর ব্যাকড্রপে কখনও দক্ষিণেশ্বর মন্দির, কখনও বা কোচবিহার রাজবাড়ি। এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইলেন তাঁর সৈনিক অমিত শাহও। কিন্তু পোস্টারে ছবির অবস্থান ঘিরে উলটে নতুন বিতর্ক দানা বাঁধল।

এদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টুইট করেছে, ‘‌গুরুদেব রবীন্দ্রনাথকে আবারও অপমানিত করার সাহস হয় কীভাবে?’‌ বিশ্বভারতীর সামনে লাগানো বিতর্কিত পোস্টারে চোখে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অবয়বের আদলে ক্যালিগ্রাফি। তার ঠিক উপরে অমিত শাহের ছবি। সৌজন্যে বোলপুর শান্তিনিকেতন সংস্কৃতি বিকাশ সমিতি। 

টুইটারে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌সীমার মধ্যে থাকুন অমিত শাহজি ও বাংলা বিজেপি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে ফের হেও করার সাহস হয় কী ভাবে? অত্যন্ত লজ্জার ব্যাপার, গুরুদেবের উপরে নিজেকে রাখছেন আপনি। বাংলার মানুষ কখনও ক্ষমা করবে না।’‌

বিশ্বভারতী তথা শান্তিনিকেতনের প্রাক্তনী, আশ্রমিক ও সাধারণ মানুষের প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এই ক্ষেত্রে দেখা যায়, মনীষীদের সম্মান জানিয়ে তাঁদের ছবিই হোর্ডিং বা ব্যানারে সবার উপরে স্থান পায়। কিন্তু এখানে ঠিক তার উলটো ঘটনা ঘটেছে। 

স্থানীয় বাসিন্দাদের মতে, অমিত শাহকে স্বাগত জানাতে গিয়ে এসব পোস্টার, ব্যানারে বিজেপি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করেছে। এই বিষয়ে দলের নেতা অনুপম হাজরা বলেন, ‘‌আমি এই মুহূর্তে বোলপুরে নেই। কে বা কারা এই কাজ করেছে জানি না। এই কাজ তৃণমূলের পূর্ব পরিকল্পিত হতে পারে। আমি শান্তিনিকেতনে পৌঁছেই পরবর্তী পদক্ষেপ করব।’‌ 

সংবাদমাধ্যমে এই পোস্টারের ছবি ছড়িয়ে পড়ায় প্রবল বিতর্ক শুরু হতেই বিপাকে পড়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিতর্ক এড়াতে হোর্ডিংগুলি খোলার তোড়জোড় শুরু করেছেন তাঁরা।

বাংলার মুখ খবর

Latest News

নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.