বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পশ্চিমবঙ্গের সব থেকে অপদার্থ পুলিশ রয়েছে আমডাঙায়, দাবি তৃণমূল বিধায়কের

পশ্চিমবঙ্গের সব থেকে অপদার্থ পুলিশ রয়েছে আমডাঙায়, দাবি তৃণমূল বিধায়কের

আমডাঙার আইসি অঞ্জন দত্ত ও বিধায়ক রফিকুর রহমান

এর আগেও আমডাঙার আইসি অঞ্জন দত্তের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন বিধায়ক। তিনি বলেন, ‘আইসির মদতে আমডাঙাজুড়ে গাঁজা - হেরোইন, সাট্টা - জুয়ার কারবার চলছে। আইসি নিজে মাদকের স্টকিস্ট।’

ফের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। রবিবার আমডাঙার দরিয়াপুরে মাদকবিরোধী মিছিল থেকে আমডাঙা থানাকে পশ্চিমবঙ্গের সব থেকে অপদার্থ থানা বলে উল্লেখ করেন তিনি। সঙ্গে তিনি জানিয়েছেন, পরিস্থিতির কথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন তিনি।

এদিন দরিয়াপুরে বর্ণাঢ্য মাদকবিরোধী মিছিল আয়োজন করেন বিধায়ক। মিছিলে হাঁটতে হাঁটতে তিনি বলেন, ‘আমডাঙা পুলিশ সব থেকে অপদার্থ। আমডাঙায় নেশাগ্রস্ত মানুষ সব থেকে বেশি। সম্প্রতি আমডাঙায় যে খুন হয়েছে তার অস্ত্র সরবরাহকারীরাও আমডাঙার বাসিন্দা। অভিষেকবাবু অসুস্থ। আমি যথা সময় তাঁকে সব জানাব’।

তবে এবারই প্রথম নয়। এর আগেও আমডাঙার আইসি অঞ্জন দত্তের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন বিধায়ক। তিনি বলেন, ‘আইসির মদতে আমডাঙাজুড়ে গাঁজা - হেরোইন, সাট্টা - জুয়ার কারবার চলছে। আইসি নিজে মাদকের স্টকিস্ট।’ তিনি দাবি করেন, ‘পুলিশ গিয়ে জুয়া - সাট্টার ঠেকের সামনে দাঁড়ায়। তাদের কাছ থেকে হিস্সা বুঝে নেয়। তার পর আবার নিজের রাস্তা ধরে চলে যায়।’ তবে বিধায়কের বিস্ফোরক দাবির পরেও স্বপদে বহাল রয়েছেন আমডাঙার আইসি। তাই কি এবার অভিষেকের কাছে নালিশের ভাবনা বিধায়কের?

 

বন্ধ করুন