পর পর ২ দিন ২টো খুন। রবিবার রাতের পর মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে খুন হলেন আরেক ব্যক্তি। মঙ্গলবার সকালে রায়দিঘির বোলের বাজারে শেখ বাহাদুর (৫৭) নামে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রায়দিঘির বোলের বাজারে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন শেখ বাহাদুর। হঠাৎ তাঁর ওপর ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে শাহাদত শেখ এক ব্যক্তি। এলোপাথাড়ি কোপাতে থাকে শেখ বাহাদুরকে। অর্তকিত হামলা রুখতে পারেননি প্রৌঢ়। তাঁর দেহের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের একাধিক কোপ লাগে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শেখ বাহাদুর। তাঁকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওদিয়ে শেখ বাহাদুর লুটিয়ে পড়তেই এলাকা ছাড়ে অভিযুক্ত শাহাদত শেখ এলাকা ছেড়ে পালায়।
স্থানীয়দের অনুমান এই খুনের পিছনে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিবাদ রয়েছে। তবে প্রকাশ্যে যে ভাবে ব্যস্ত বাজারে একজনকে কুপিয়ে খুন করা হল তাতে দুষ্কৃতীদের মনোবল যে তুঙ্গে তা এক কথায় স্পষ্ট। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তকে খুঁজছেন তদন্তকারীরা। যার জেরে নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।