বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অন্তরঙ্গ মুহূর্তে সুপ্রিয়ার গলায় ছুরি চালান প্রবাল, রায়গঞ্জ হত্যায় দাবি পুলিশের

অন্তরঙ্গ মুহূর্তে সুপ্রিয়ার গলায় ছুরি চালান প্রবাল, রায়গঞ্জ হত্যায় দাবি পুলিশের

নিহত সুপ্রিয়া দত্ত। ফাইল ছবি

কিন্তু জেরার অষ্টম দিনে তিনি ভেঙে পড়েন। পুলিশকে জানান, গত ১১ নভেম্বর সুপ্রিয়াকে খুনের পরিকল্পনা করেই রায়গঞ্জে গিয়েছিলেন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ধারাল ছুরি। ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর তাঁকে ফোন করেন সুপ্রিয়া।

রায়গঞ্জে গৃহবধূ সুপ্রিয়া দত্ত খুনে অভিযুক্তকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃত প্রবাল সরকার তদন্তকারীদের জানিয়েছেন, অন্তরঙ্গ অবস্থায় গলায় ছুরি চালিয়ে সুপ্রিয়া দত্ত (৪১) নামে ওই গৃহবধূকে খুন করেছেন তিনি। রবিবার হেফাজতের মেয়াদ শেষে প্রবালকে আদালতে পেশ করলে আরও ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে অপরাধের পুনর্নির্মাণ করার কথা ভাবছে পুলিশ।

এদিন ধৃত প্রবাল সরকার ওরফে ছোটকে আদালতে পেশ করে তদন্তকারীরা দাবি করেন, গ্রেফতারির পর থেকেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন অভিযুক্ত। তদন্তকে ভুল পথে চালনা করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু জেরার অষ্টম দিনে তিনি ভেঙে পড়েন। পুলিশকে জানান, গত ১১ নভেম্বর সুপ্রিয়াকে খুনের পরিকল্পনা করেই রায়গঞ্জে গিয়েছিলেন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ধারাল ছুরি। ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর তাঁকে ফোন করেন সুপ্রিয়া। এর পর রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লিতে সুপ্রিয়ার বাড়িতে পৌঁছন তিনি। সুপ্রিয়ার বাড়িতে তখন ছিলেন না কেউ। এর আগেও একাধিকবার তিনি ওই বাড়িতে এসেছেন বলে জানান। বাড়িতে ঢুকে শোয়ার ঘরে খাটে সুপ্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হন। অন্তরঙ্গ মুহূর্তেই সুপ্রিয়ার গলায় ছুরি চালান প্রবাল। মৃত্যু নিশ্চিত করতে সুপ্রিয়ার গলায় চার বার অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। তখন তাঁর বাঁ হাতেও আঘাত লাগে।

সুপ্রিয়ার মৃত্যু হলে ঘরের কিছু জিনিস এলোমেলো করে রেখে আসেন প্রবাল। যাতে প্রাথমিকভাবে মনে হয়, লুঠে বাধা পেয়ে খুন হয়েছেন সুপ্রিয়া। কিন্তু সেদিন বিকেল থেকেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় রায়গঞ্জের রাস্তা দিয়ে হেঁটে চলেছেন প্রবাল। ধরা পড়ে যেতে পারেন বুঝে গা ঢাকা দেয় খুনি। বেশ কয়েক জায়গা ঘুরে ফালাটার হোটেলে আত্মগোপন করেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এর পর জলপাইগুড়ির বামনপাড়ায় প্রবালের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘটনার সময় তার পরা জামা উদ্ধার করে পুলিশ।

কিন্তু কেন এই খুন তা নিয়ে এখনো অনিশ্চিত পুলিশ। এর পিছনে একাধিক তত্ত্ব ঘোরাফেরা করছে। কী কারণে খুন হলেন সুপ্রিয়া তা জানতে ধৃতকে আরও জেরা করতে চায় তদন্তকারীরা।

 

 

বন্ধ করুন