বঙ্গে এখন বর্ষা এসে গিয়েছে। কিন্তু এই মরশুমে এবার নয়া আতঙ্ক দেখা দিয়েছে। যা নিয়ে চিন্তায় মানুষজন। রায়গঞ্জে নয়া পোকার আক্রমণে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। তার মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। এই পোকার উপদ্রব কেমন করে ঠেকানো যায় তা বোঝা যাচ্ছে না। তাই আলোড়ন পড়ে গিয়েছে। কারণ পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়ছেন ৮ থেকে ৮০। দ্রুত পদক্ষেপ এই বিষয়ে না করলে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিত্সকরা। রায়গঞ্জে এই পোকার আবির্ভাব হয়েছে। তাতে মানুষের প্রাণ ওষ্ঠাগত অবস্থা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, এই পোকা কামড়ালে বেদম জ্বর আসছে। তা থেকে শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ছে। রায়গঞ্জের কুলিক নদী সংলগ্ন দেবীনগর, বীরনগর, শক্তিনগর, পশ্চিম বীরনগর এলাকার ২২, ২৩, ২৬, ২৭, ৮, ৯ ওয়ার্ডে বহু মানুষ এই পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন। আর তা থেকেই এখন আতঙ্ক তৈরি হয়েছে। এটা কি পোকা তা বোঝা যাচ্ছে না। কেউ নাম বলতে পারছেন না। ফলে আতঙ্কে অনেকে স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে রয়েছেন। এমনকী রায়গঞ্জের সোহারই এলাকায় এই অজানা পোকার কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর। তাতে আরও আতঙ্ক বেড়ে গিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে গৃহবধু প্রত্যেকেই আক্রান্ত হচ্ছেন।
আরও পড়ুন: অবশেষে ধরা পড়ল জামাল সর্দার, সোনারপুরের ত্রাস তিনদিন পর পুলিশের জালে
বর্ষাকালে এই নয়া পোকার আবির্ভাবে গোটা জেলার মানুষ তটস্থ হয়ে রয়েছেন। এই পোকা যখন কামড়াচ্ছে তখন অনেকেই খেয়াল করছেন না। তারপরই শরীরে জ্বালা করতে শুরু হয়ে যাচ্ছে। এখানের বাসিন্দা যুবতী রুনা সিং আক্রান্ত হয়েছেন। ওই যুবতী বলেন, ‘জঙ্গলের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ হাতে মনে হল কি যেন কামড়াল। পোকা কামড় দিয়েছে বলে মনে হল। তারপরই জ্বালা করতে শুরু করল। সেটা থামতেই ফোসকা পড়ে গেল।’ আর এক যুবতীর বক্তব্য, ‘পোকা কামড়ানোর পর আমার চোখটা ফুলে গেল। লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারের কাছে যাই। জানতে পারি, পোকার কামড় থেকে ইনফেকশন হয়ে গিয়েছে।’
এই পোকা দেখতে অনেকটা বাদামি রঙের। তবে দিনের বেলায় ভাল করে দেখা যাচ্ছে না। তবে রাতের বেলায় আলোর দিকে তাকালে দেখা যাচ্ছে। বর্ষার সময়ে এমনিতেই শহরে জল জমে। ঘাস, লতাপাতা বেড়ে ওঠে এবং ঝোপঝাড়ের বাড়বাড়ন্ত হয়। এই পোকা সম্ভবত সেখান থেকেই আসছে। আর কামড়ে অসুস্থ করে ফেলছে মানুষজনকে। চিকিত্সকরা এই পোকা ঠেকানোর ওষুধ দিতে দিশেহারা। চিকিৎসকরা প্রাথমিকভাবে ভেবেছিলেন, ভাইরাস বা ছত্রাকজনিত কারণে শরীরে এমনটা হচ্ছে। কিন্তু এখন তাঁরা দাবি করছেন, অজানা কোনও পোকার কামড়েই এই ঘটনা ঘটছে। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, ঝোপঝাড় বাড়লেও সেটা নিয়ন্ত্রণে সাফাই অভিযান চলছে।