দক্ষিণ ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুর। লোকাল ট্রেন পরিষেবা চালুর দাবিতে রেল অবরোধে সামিল হলেন কয়েক শ মানুষ। মঙ্গলবার সকালে অবরোধের জেরে আটকে পড়ে বেশ কয়েকটি বিশেষ ট্রেন। স্থানীয়দের দাবি, লোকাল ট্রেন বন্ধ থাকায় শহরে যেতে পারছেন না তাঁরা। ফলে মার খাচ্ছে রুজিরুটি।
মঙ্গলবার সকালে হাওড়া - খড়গপুর শাখার চেঙ্গাইল স্টেশনে রেল লাইনের ওপর স্লিপার ফেলে বসে পড়েন প্রায় শ খানেক স্থানীয় বাসিন্দা। তাতে আটকে পড়ে বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন। আটকে পড়ে মালগাড়ি ও দূরপাল্লার গাড়ি।
স্থানীয়দের দাবি, ট্রেন বন্ধ থাকায় খড়গপুর, কলকাতায় যেতে পারছেন না তাঁরা। সরকার বাস চালানোর অনুমতি দিলেও পরিষেবা অপ্রতুল। বাসে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। ভাড়াও দিতে হচ্ছে বেশি। ফলে লকডাউনে কর্মহারা মানুষ নিরুপায় হয়ে পড়েছেন।
গত মাসে ঠিক একই দাবিতে পর পর ২ দিন রেল অবরোধ হয় শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে। লোকাল ট্রেন পরিষেবা শুরুর দাবিতে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। নিত্যযাত্রীদের এই দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপি। রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এব্যাপারে কথা বলতে নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।