বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Rail Roko: উত্তরবঙ্গের তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি, ট্রেন আটকে পর্যটকরা

Rail Roko: উত্তরবঙ্গের তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি, ট্রেন আটকে পর্যটকরা

রেল রোকো কর্মসূচি নিয়েছে কেপিপি।

এই সমস্যায় পড়ে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেছেন যাত্রীরা। তবে কোনওভাবেই ১২ ঘণ্টার আগে এই অবরোধ তুলতে নারাজ তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও প্রকট হবে বলে মনে করছেন যাত্রীরা। এখন দেখার আর কত সমস্যা দেখা হয়। এই রুটের ট্রেনগুলিতে বাচ্চা, মহিলা থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও রয়েছেন। 

উত্তরবঙ্গের তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি নিয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (‌কেপিপি)‌। আর এই রেল রোকো কর্মসূচির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিষেবা। এখন ময়নাগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদায় রেল রোকো কর্মসূচি নিয়েছে কেপিপি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রেল অবরোধ চলবে। মূলত কোচবিহারগামী ট্রেনগুলিকে সমস্যায় পড়তে হতে পারে।

ঠিক কী ঘটেছে উত্তরবঙ্গে?‌ উত্তরবঙ্গের তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি পালন করছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। এই পথ দিয়ে একাধিক প্যাসেঞ্জার ট্রেন, ডেমু ট্রেন চলে। সেগুলিও আজ, মঙ্গলবার সমস্যায় পড়বে। সাতসকাল থেকে এই রেল রোকো শুরু হয়ে গিয়েছে। এখন উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় রয়েছে। অনেকেই কলকাতা ফিরছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। সাতসকালে ট্রেন আটকে পড়ায় তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, এই সমস্যায় পড়ে ইতিমধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেছেন যাত্রীরা। তবে কোনওভাবেই ১২ ঘণ্টার আগে এই অবরোধ তুলতে নারাজ তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও প্রকট হবে বলে মনে করছেন যাত্রীরা। এখন দেখার আর কত সমস্যা দেখা হয়। এই রুটের ট্রেনগুলিতে বাচ্চা, মহিলা থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও রয়েছেন। সবাই সমস্যায় পড়ায় পরিস্থিতি চরমে উঠেছে।

কেন এই রেল রোকো কর্মসূচি?‌ পৃথক কামতাপুর রাজ্যের দাবিকে সফল করতে উত্তরবঙ্গজুড়ে রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছিল কামতাপুর স্টেট ডিমান্ড জয়েন্ট ফোরাম। আজ ৬ ডিসেম্বর উত্তরবঙ্গজুড়ে ১২ ঘণ্টার রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। উত্তরবঙ্গের বিভিন্ন রেল স্টেশনে সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার রেল অবরোধ করার সিদ্ধান্তের জেরেই এমন কর্মসূচি।

 

বন্ধ করুন