বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Rain Forecast in South Bengal: মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা! নিম্নচাপের কতটা প্রভাব পড়বে বঙ্গে?
Rain Forecast in South Bengal: মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা! নিম্নচাপের কতটা প্রভাব পড়বে বঙ্গে?
শরৎকালের ধবধবে সাদা মেঘের দেখা নেই। উলটে দক্ষিণবঙ্... more
শরৎকালের ধবধবে সাদা মেঘের দেখা নেই। উলটে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশ জুড়ে কালো মেঘের ছড়াছড়ি। এই আবহে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
1/6হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এই দুই দিন উপকূলবর্তী এলাকায় ৪৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। (Azad Shrivastav)
2/6উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। যার অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও একটু শক্তি বাড়াবে। (Azad Shrivastav)
3/6এদিকে মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে বালাসোর হয়ে এই নিম্নচাপের বিস্তৃত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। (Azad Shrivastav)
4/6আগামী ৩ থেকে ৪ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (Azad Shrivastav)
5/6আগামিকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে একটু বেশি বৃষ্টি হবে। এদিকে মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ মেঘলাই থাকবে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে মহানগরীতে। (Azad Shrivastav)
6/6মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। এর আগে সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তা ১ ডিগ্রি বেশি। (Azad Shrivastav)