প্রহরীবিহীন লেভেল ক্রসিংকে গাড়িকে ধাক্কা মালগাড়ির। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও আরোহী। উত্তর ২৪ পরগনার খড়দহের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই রকমের দুর্ঘটনা বীরভূমের রাজগ্রামে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনার পর গাড়িটিকে আটক করেছে রেল পুলিশ।
আরও পড়ুন - ‘লোডশেডিংয়ের সঙ্গে মালদার ঘটনার কোনও সম্পর্ক নেই’, জবাব দিলেন বিদ্যুৎমন্ত্রী
পড়তে থাকুন - মালদার মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ, মেনে নিলেন পুলিশ সুপার, বিদ্যুৎ চেয়ে বুলেট!
বীরভূমের রাজগ্রামে পাথর খাদানে রয়েছে একটি রেল লাইন। সেখানে শুধুমাত্র মালগাড়ি চলাচল করে। ওই লাইনের ওপর রয়েছে প্রহরীহীন লেভেল ক্রসিং। বৃহস্পতিবার রাতে সেখানেই দুর্ঘটনা হয়।
গাড়ির মালিক আনন্দ রাজ জানিয়েছেন, উমরপুর থেকে ঝাড়খণ্ডের পাকুড় যাচ্ছিলেন তাঁরা। লেভেল ক্রসিংয়ের ওপরে উঠতেই গাড়ির হর্ন শুনতে পান তাঁরা। হর্ন শুনে মনে করেন পাশের লাইনে ট্রেন আসছে। এর কিছুক্ষণের মধ্যে দেখেন যে লাইনের ওপর তাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই লাইনেই ঢুকছে ট্রেন। সঙ্গে সঙ্গে গাড়ি ফেলে পালান চালক ও আরোহী। কয়েক মুহূর্তের মধ্যে গাড়িটিকে ধাক্কা মারে ট্রেনের ইঞ্জিন। বেশ কিছু দূর ঠেলে নিয়ে যাওয়ার পর লাইন থেকে পড়ে যায় গাড়িটি। তবে গাড়ির চালক বা আরোহীর কোনও রকম আঘাত লাগেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। গাড়িটিকে আটক করে তারা।
আরও পড়ুন - ‘বেনানা রিপাবলিক হয়ে উঠতে পারে না’, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করল রাজ্যপাল
গত সপ্তাহে উত্তর ২৪ পরগনার খড়দহে লেভেল ক্রসিংয়ের ভিতরে আটকে পড়া ২টি গাড়িকে ধাক্কা মারে ভাগীরথি এক্সপ্রেস। সেই ঘটনায় ২টি গাড়িকে আটক করে রেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে একটি গাড়ির চালককে। যদিও স্থানীয়দের অভিযোগ, ওই গেট ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকে। তাই পার করার জন্য তাড়াহুড়ো করেন সবাই। তার জেরেই এই দুর্ঘটনা।