চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার হওয়া হালিশহরের পুরপ্রধান রাজু সাহানিকে সরিয়ে দিল তৃণমূল। বুধবার হালিশহর পুরসভায় বৈঠকের পর রাজুর অপসারণের কথা ঘোষণা করেন তৃণমূলের বারাকপুর – দমদম সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়। দলের নির্দেশে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন রাজু। তাঁর জায়গায় বসতে চলেছেন বর্তমান উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষ।
বর্ধমান সন্মার্গ নামে একটি চিটফান্ড দুর্নীতিতে যুক্ত থাকায় গত বছর ৩ সেপ্টেম্বর রাজু সাহানিকে গ্রেফতার করে সিবিআই। গত ২২ ডিসেম্বর জামিনে মুক্ত হন তিনি। এর পর তাঁকে পুরসভায় তেমন একটা দেখা যায়নি। উলটে পুরবোর্ডের বিরুদ্ধে মুখ খুলে তিনি বলেন, হালিশহরের বাসিন্দাদের বাড়তি কর দিতে হচ্ছে। ওদিকে চিটফান্ডের টাকা লোপাটে অভিযুক্ত রাজু সাহানিকে পুরপ্রধানের পদ থেকে অপসারণের দাবি ওঠে তৃণমূলেরই অন্দরে। এব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার হালিশহর পুরভবনে কাউন্সিলর ও দলের স্থানীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেন তাপস রায়। বৈঠকে রাজুকে ইস্তফা দিতে নির্দেশ দেন তিনি। তাঁর জায়গায় শুভঙ্কর ঘোষ পুরপ্রধানের পদে বসবেন বলেও জানানো হয়।
বৈঠকের পর তিনি বলেন, রাজু স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন। সাত দিনের মধ্যে পুরবোর্ডের বৈঠক ডেকে নতুন পুরপ্রধান ও উপ পুরপ্রধান নির্বাচিত করা হবে। রাজু সাহানি বলেন, দলের সিদ্ধান্তের সঙ্গে সহমত। হালিশহরের মানুষের স্বার্থে নতুন পুরপ্রধানকে সহযোগিতা করব। শুভঙ্কর ঘোষ বলেন, ‘দলের নির্দেশ মেনে কাজ করব। হালিশহরের মানুষকে উন্নততর পুর পরিষেবা দেওয়ার চেষ্টা করব।’
বলে রাখি, গত ২ সেপ্টেম্বর হালিশহরে রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ও সোনার গয়না ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা।