পূর্ব মেদিনীপুরের দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ কালচারাল সেন্টারের কাজ শেষ পর্যায়ে তখন জেলার আরেক প্রান্তে রাম মন্দির নির্মাণের ঘোষণা করেলন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার অযোধ্যায় রামলালার মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিব মন্দিরের সামনে এই পণ করেন তিনি। ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে রাম মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে যাবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বিশাল মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দুবাবু। ভেকুটিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত মিছিল করেন তিনি। এর পর রেয়াপাড়া শিব মন্দিরের সামনে সভা থেকে তিনি ঘোষণা করেন, নন্দীগ্রামে তৈরি হবে রাম মন্দির। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়ায় নিজের আড়াই বিঘা জমিতে রাম মন্দির তৈরি করবেন তিনি। আগামী ৬ এপ্রিল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুভেন্দুবাবু। ২০২৬ সালের এপ্রিল মাসে খুলে যাবে মন্দির।
বলে রাখি, ২০২৬ সালের এপ্রিল - মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে পশ্চিমবঙ্গে প্রতিযোগিতামূলক হিন্দুত্ববাদী রাজনীতি দেখতে চলেছে রাজ্যবাসী? বুধবারই মুর্শিদাবাদেও একটি রামলালার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবির। তার পরই সেখানে রাম মন্দির তৈরির কথা ঘোষণা করা হয়।