বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাসন্তীতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, নিখোঁজ দুই সাইকেল আরোহী

বাসন্তীতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, নিখোঁজ দুই সাইকেল আরোহী

এই কংক্রিটের সেতু এদিন সন্ধ্যায় আচমকা ভেঙে পড়ে। ছবি সৌজন্য–ফেসবুক।

বাসন্তী ও উত্তর ২৪ পরগনার রামপুর সংযোগকারী পিঁপড়ে খালি নদীর উপর তৈরি এই রামপুর সেতু।

দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় নদীর উপরে ভেঙে পড়ল একটি কংক্রিটের সেতু৷ এখনও সেখানে নিখোঁজ দু’‌জন। বাসন্তী ও উত্তর ২৪ পরগনার রামপুর সংযোগকারী পিঁপড়ে খালি নদীর উপর তৈরি এই রামপুর সেতু। প্রায় ৩০০ ফুট লম্বা এই কংক্রিটের সেতু এদিন সন্ধ্যায় আচমকা ভেঙে পড়ে।

জানা গিয়েছে, চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কুমড়োখালি গ্রামে এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা এক মোটরবাইক আরোহীকে উদ্ধার করেন স্থানীয়রা৷ কিন্তু দুই সাইকেল আরোহীর কোনও খোঁজ মেলেনি৷ সূত্রের খবর, দুর্ঘটনার সময় নদীতে জোয়ার চলছিল৷ নিখোঁজ দুই সাইকেল আরোহী বাদে মোট পাঁচজন আহত হয়েছেন৷

এই ঘটনার খবর পেয়েই বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ পতিত হাজারি ঘটনাস্থলে পৌঁছেছেন। খবর দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্তাদের। খবর দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্তাদের। তবে অন্ধকারের জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ৷ তবে কেন এই কংক্রিটের সেতু ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী আরও কেউ আটকে আছে কিনা অন্ধকারে তা বোঝা যাচ্ছে না।

বন্ধ করুন