খোদ মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে গিয়ে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। এরপরই পুলিশের জালে ধরা পড়েন আনারুল। এদিকে শনিবার পুলিশের ভ্যানে বসে বিস্ফোরক মন্তব্য করলেন সেই আনারুল। খোদ মুখ্য়মন্ত্রী সেদিন আনারুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার কার্যত ঘুরিয়ে মুখ্য়মন্ত্রীর যাবতীয় দাবিকে উড়িয়ে দিলেন খোদ আনারুল। এদিন রামপুরহাট হাসপাতালে রুটিন চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল আনারুলকে। মাথায়, মুখে গামছা জড়িয়ে ছিলেন তিনি।
প্রিজন ভ্যানে বসে থাকা আনারুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিচারের উপর আস্থা আছে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি বলেছিলেন দিদির নির্দেশে আত্মসমর্পণ করেছিলেন। এখন আপনি কী বলবেন? আনারুলের দাবি, বিচারের উপর আস্থা আছে। সেদিন ঘটনার দিন কোথায় ছিলেন? তিনি বলেন, বাড়িতেই ছিলাম। গ্রেফতার করেনি আমায়, সারেন্ডার করেছি, দাবি আনারুলের।
এরপরই বিস্ফোরক দাবি করেন বগটুইকাণ্ডে ধৃত আনারুল। প্রশ্ন করা হয়েছিল, আপনাকে কী ফাঁসিয়ে দেওয়া হয়েছে? এবার বেশ জোরের সঙ্গে তিনি বলেন, ষড়যন্ত্র, যড়যন্ত্র! প্রশ্ন করা হয় কার ষড়যন্ত্র? গামছার আড়াল থেকে নিশ্চুপ থাকলেন আনারুল। বললেন না কার ষড়যন্ত্র। তবে আর একটি কথা তিনি বলেছেন, সেদিন পুলিশ ডাকার জন্য কেউ তাঁকে বলেননি।