বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে BJP সাংসদ

কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে BJP সাংসদ

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

ষষ্ঠবার জিজ্ঞাসাবাদ করল সিআইডি।

কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ষষ্ঠবার জিজ্ঞাসাবাদ করল সিআইডি। বুধবার ভবানী ভবনে চার ঘণ্টা ধরে তাঁকে প্রশ্ন করা হয়।

গত বছর ৯ ফেব্রয়ারি নদিয়ার হাঁসখালিতে বাড়ির কাছেই খুন হয়েছিলেন কৃষ্ণগঞ্জের বিধায়ক তথা তৎকালীন জেলা যুব তৃণমূল সভাপতি। খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করেছিল আততায়ীরা। দিন দশেকের মধ্যে মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারীকে গ্রেফতার করে পুলিশ। সবমিলিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সিআইডি। ঘটনায় নাম জড়ায় বিজেপি নেতা মুকুল রায়েরও। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

খুনের মাসখানেকের মধ্যে বিজেপির তৎকালীন দক্ষিণ জেলা সাংগঠনিক সভাপতি তথা বর্তমানে রানাঘাটের সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিআইডি। কিন্তু দলের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে গত বছরের ১ মার্চ ভবানী ভবনে অনুপস্থিত ছিলেন। সেদিন রাতেই বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। দিনকয়েক পর সেখানেই জগন্নাথকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। ভবানী ভবন দাবি করেছিল, মূল অভিযুক্তের মোবাইলের কল লিস্টে জগন্নাথের নাম পাওয়া গিয়েছে। খুনের আগে এবং পরে একাধিকবার তাঁরা ফোন কথাও বলেছিলেন। খুনের দু'দিন পরও জগন্নাথকে ফোন করেছিলেন পালিয়ে বেড়ানো অভিজিৎ।

ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন রানাঘাটের সাংসদ। গত মার্চে সেই আবেদন মঞ্জুর করেছিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে তদন্তে সহযোগিতারও নির্দেশ দেওয়া হয়েছিল।

এরপর বুধবার তাঁকে ফের ডেকেছিল সিআইডি। সূত্রের খবর, খুনের পর আততায়ীদের আশ্রয় দিয়েছিলেন কিনা, তাঁর সঙ্গে ফোনে কথাবার্তা নিয়ে বিজেপি সাংসদকে প্রশ্ন করা হয়েছে। যদিও বিজেপি সাংসদের দাবি, তাঁকে নতুন কোনও প্রশ্ন করা হয়নি। শুধুমাত্র রাজনৈতিক কারণে ভয় দেখাতে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে ভবানী ভবন। সিআইডি জানিয়েছে, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতেই জগন্নাথকে ডাকা হয়েছিল।

বাংলার মুখ খবর

Latest News

চিত্র-বিচিত্র সলমন! হীরামান্ডির স্ক্রিনিংয়ে ড্রাগন বল জেড প্যান্টে এলেন ভাইজান শিলচর লোকসভা কেন্দ্র ২০২৪: লড়াইয়ে আছে TMC সুস্মিতা দেবের প্রাক্তন সিটে রাতে ঘুমোনোর আগে পা ধুয়ে নেন তো? এই অভ্যাসটি না থাকলে, লেখাটি অবশ্যই পড়ুন বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো চাকরির জন্য ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন অভিষেক, ৮ লক্ষ টাকা করে চেয়েছিলেন আকাশ শশী বনাম রাজীব, তিরুবনন্তপুরমের ওপর নজর সারা দেশের, একদা ছিল বাম দুর্গ! সাঁতার শিখছে ছোট্ট ইউভান, রাজ-শুভশ্রী পুত্রের শিক্ষিকা কে? তীব্র গরম থেকে রেহাই পেতে গঙ্গায় স্নান, তলিয়ে গেল ভিন রাজ্যের বাসিন্দা সহ ৩ জন ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ‘আমার শেষকৃত্যে অন্তত আসবেন’, ভোটারদের আবেগঘন আবেদন মল্লিকার্জুন খাড়গের

Latest IPL News

বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.