বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অত লোক কোথায়? আপাতত মাথায় উঠল রাজ্যের ৫ নতুন জেলা গঠন

অত লোক কোথায়? আপাতত মাথায় উঠল রাজ্যের ৫ নতুন জেলা গঠন

রানাঘাটের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীকে একজন প্রশ্ন করেন, জেলা ভাগের যে সিদ্ধান্ত হয়েছিল তা কবে থেকে কার্যকর হবে? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘অত অফিসার কোথায়? জেলা ভাগ করতে তো অফিসার লাগবে।

রাজ্যে ৭টি নতুন জেলা তৈরির সিদ্ধান্ত থেকে আপাতত সরে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার রানাঘাটের প্রশাসনিক সভায় নিজেই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপাতত ২টি জেলা হবে। বাকি ৫ জেলা নিয়ে সিদ্ধান্ত হবে পরে।

গত অগাস্টে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যে ৭টি নতুন জেলা গঠন করা হবে। উত্তর ২৪ পরগনা ভেঙে হবে ইছামতী ও বসিরহাট জেলা। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে হবে সুন্দরবন জেলা। নদিয়া ভেঙে হবে রানাঘাট জেলা। মুর্শিদাবাদ ভেঙে হবে জঙ্গিপুর জেলা। বাঁকুড়া ভেঙে হবে বিষ্ণুপুর জেলা।

রাজ্য সরকারের এই ঘোষণার পরই নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। বিশেষ করে শান্তিপুরে বিক্ষোভ চরমে পৌঁছয়। জেলা ভাগ হলে শান্তিপুর রানাঘাটের অংশ হবে। কিন্তু শ্রীচৈতন্যদেবের জেলা থেকে আলাদা হতে চান না সেখানকার ধর্মপ্রাণ বৈষ্ণবরা। এই নিয়ে কয়েকদিন শহরে বিক্ষোভও হয়।

বৃহস্পতিবার রানাঘাটের ছাতিমতলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে একজন প্রশ্ন করেন, জেলা ভাগের যে সিদ্ধান্ত হয়েছিল তা কবে থেকে কার্যকর হবে? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘অত অফিসার কোথায়? জেলা ভাগ করতে তো অফিসার লাগবে। এখন শুধু ২টো নতুন জেলা তৈরি হবে। উত্তর ২৪ পরগনা ভেঙে বসিরহাট ও দক্ষিণ ২৪ পরগনা ভেঙে সুন্দরবন হবে।’

 

বন্ধ করুন