বিসর্জনের লাউড স্পিকারের আওয়াজ কমাতে বলায় পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। শুক্রবার রানাঘাট থানার কাছেই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত সাব ইন্সপেক্টর আলতাব হোসেন ও মির রফিকুল আলমকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। রানাঘাট থানার কাছেই প্রতিমা বিসর্জন দিতে তারস্বরে লাউড স্পিকার বাজিয়ে যাচ্ছিলেন স্থানীয় কিছু মানুষ। লাউড স্পিকারের আওয়াজ কমাতে বলেন আলতাব হোসেন ও মির রফিকুল আলি। তখনই তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন মিছিলে থাকা নারী পুরুষরা। লাঠি - রড এমনকী ধারালো অস্ত্র দিয়ে ২ পুলিশকর্মীদের আঘাত করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে রানাঘাট থানা থেকে বাহিনী গিয়ে ২ পুলিশকর্মীকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর পর ধরপাকড় শুরু করে পুলিশ। এলাকা থেকে ২ জন মহিলাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। শনিবার তাদের আদালতে পেশ করে ২ জনকে ৫ দিনের জন্য হেফাজতে নিয়েছে তারা।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানার কাছেই পুলিশকর্মীরা আক্রান্ত হওয়ায় শহরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ওদিকে পুলিশি হয়রানির ভয়ে ঘরছাড়া এলাকার পুরুষরা।