রিষড়ায় ব্যবসায়ীকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর দাবি ধৃত যুবকের। অভিযুক্ত রঞ্জন যাদবের দাবি, মা-কে মারধর করায় সামসউদ্দিন নামে ওই ব্যবসায়ীকে গুলি করেছেন দাবি। ব্যবসায়ীর পরিবারের দাবি, ধৃত যুবক বজরং দলের কর্মী। তবে ধৃতের দাবি তিনি তৃণমূল কংগ্রেস সমর্থক।
আরও পড়ুন - কালো কাঁচ ঢাকা গাড়িতে আদালতে সঞ্জয়, রাস্তায় গ্রিন করিডর, মুখ খুলতেই নয়া ব্যবস্থা?
পড়তে থাকুন - সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে,বাংলাদেশে হিন্দু নিপীড়ন প্রতিবাদ সভায় বললেন শুভেন্দু
বুধবার আদালতে পেশের সময় ধৃত রঞ্জন যাদব গোঁফ পাকাতে পাকাতে বলেন, ‘আমার মাকে মেরেছিল। তাই গুলি করেছি।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোঁফ পাকাতে পাকাতে বলেন তিনি বলেন, ‘বজরংদল নয়, আমি তৃণমূল করি।’ তিনি বলেন, ‘প্রীত পান্ডে আমাকে বন্দুক দিয়েছে।’
ওদিকে আহত সামসউদ্দিনের পরিবারের দাবি, ধৃত যুবক বজরং দলের সমর্থক। তবে এই ঘটনার পিছনে তৃণমূলের কারও হাত রয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে তারা।
আরও পড়ুন - আধারে বিশ্বাস নেই মমতার,সেই আধারে ভরসা করেই ট্যাব প্রতারণা রোখার চেষ্টা নবান্নের
মঙ্গলবার রিষড়ার ব্রহ্মস্থানে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আহত হন সামসউদ্দিন আনসারি নামে ব্যবসায়ী। প্রকাশ্যে গুলি করে পালায় রঞ্জন যাদব নামে এক যুবক। আহত সামসউদ্দিনকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে পুরনো শত্রুতা থেকেই গুলি চালিয়েছিল রঞ্জন। রিষড়ার বাঘখাল ২ নম্বর লাইনের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে তিনি গুলি চালালেন তা জানতে তদন্তে নেমেছে রিষড়া থানার পুলিশ।