বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অপহরণ করে ধর্ষণ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা, পৈশাচিক ঘটনায় ধৃত মাসি

অপহরণ করে ধর্ষণ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা, পৈশাচিক ঘটনায় ধৃত মাসি

ধর্ষণের শিকার নাবালিকার অবস্থা এখন আশঙ্কাজনক। (ছবিটি প্রতীকী - পিক্স্যাবি)

১১ বছর বয়সী নির্যাতিতার অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

টাকার লোভে নিজের বোনের মেয়েকেই অপহরণ। আর তারপর সেই নাবালিকাকে নিজের বন্ধুর কাছে নিয়ে গেল মাসি। ঘটনায় ১১ বছরের নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত মাসি ও তার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নির্যাতিতা নাবালিকা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গিয়েছে।

ধৃত মাসির বয়স ২৩ বছর। তার ২০ বছর বয়সী এক বন্ধুর সঙ্গে পরিকল্পনা করেই নিজের বোনঝিকে অপহরণ করে মাসি। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানায়। অভিযুক্ত মাসি ও তার বন্ধুকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। তাদেরকে ছয় দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে খবর, টাকার লোভেই মাসি নিজের বোনঝিকে অপহরণ করে বন্ধুর বাড়িতে নিয়ে যায়।

জানা গিয়েছে, গত ২৪ মার্চ নাবালিকা নিখোঁজ হয়ে যায় বসিরহাট মহকুমার মাটিয়া থানার বিবেকনগর তার বাড়ি থেকে। পঞ্চম শ্রেণির ছাত্রীর খোঁজ শুরু হয়। পরে থানায় নিখোঁজ ডায়রি করা হয় পরিবারের তরফে। পরে বিবেকনগরের কুলতলা ব্রিজের কাছে ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে নাবালিকাটিকে উদ্ধার করে। ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সখান থেকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় নির্যাতিতাকে। জানা গিয়েছে, বর্তমানে নাবালিকাটির অবস্থা আশঙ্কাজনক।

বন্ধ করুন