বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Ration Card Cancelled in West Bengal: বাতিল হল ৬২ লক্ষ পশ্চিমবঙ্গবাসীর রেশন কার্ড! আপনারটাও কি রয়েছে তালিকায়?
Ration Card Cancelled in West Bengal: বাতিল হল ৬২ লক্ষ পশ্চিমবঙ্গবাসীর রেশন কার্ড! আপনারটাও কি রয়েছে তালিকায়?
রাজ্যে বর্তমানে দেড় কোটি ভুয়ো রেশন কার্ড রয়েছে। ই... more
রাজ্যে বর্তমানে দেড় কোটি ভুয়ো রেশন কার্ড রয়েছে। ইতিমধ্যেই ৬২ লক্ষ ২৪ হাজার রেশন কার্ড বাতিলও করা হয়েছে। বিধানসভায় এমনই তথ্য জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
1/5মন্ত্রী জানান, ভুয়ো রেশন কার্ডের জেরে রাজ্য সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে বছরে প্রায় ১৮০০ কোটি টাকা। এদিকে ৬২ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করার ফলে আপাতত মাসে ৯০ কোটি টাকা করে সাশ্রয় হচ্ছে রাজ্য সরকারের। (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস) (PTI)
2/5মন্ত্রী জানান, সব ভুয়ো রেশন কার্ড বাতিল করা সম্ভব হলে মাসে ১৫০ কোটি টাকা করে বাঁচবে রাজ্য সরকারের। অভিযোগ, ভুয়ো রেশন কার্ডের মাধ্য ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বাইরে পাচার হয়ে যাচ্ছে। এই তথ্য জানতে পেরেই পদক্ষেপ করার পথে হাঁটে সরকার। (ছবিটি প্রতীকী, কে রাজ/হিন্দুস্তান টাইমস) (PTI)
3/5এদিকে যে সকল রেশন কার্ড বাতিল করা হয়েছে সেগুলি সরকারের খাদ্য দফতরের ওয়েবসাইটে লাল রঙে চিহ্নিত করা হয়েছে। ওই লাল তালিকায় থাকা কার্ড দেখিয়ে রেশন দোকান থেকে খাদ্য সংগ্রহ করা যাবে না। ফাইল ছবি : পিটিআই (PTI)
4/5খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন, ‘ধারাবাহিক ভাবে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করে তা বাতিল করা হবে। এই কার্ড বাতিল করলে দফতরের সাশ্রয় হবে। আমরা সব দিক খতিয়ে দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (PTI)
5/5মালদহ, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় ভুয়ো রেশন কার্ড বাতিলের সংখ্যা সর্বোচ্চ। এদিকে যেমন ভুয়ো কার্ড যেমন বাতিল করা হয়েছে তেমনই নতুন কার্ড ইস্যু করা হয়েছে। মন্ত্রী জানান, প্রায় ৪০ লাখ নয়া রেশন কার্ড তৈরি হয়েছে। (ফাইল ছবি : সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস) (PTI)