বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Coochbehar Vande Bharat News: নিউ কোচবিহারে কি বন্দে ভারত থামবে? বিরাট আশ্বাস নিশীথ প্রামাণিকের, বিঁধলেন TMC-কে

Coochbehar Vande Bharat News: নিউ কোচবিহারে কি বন্দে ভারত থামবে? বিরাট আশ্বাস নিশীথ প্রামাণিকের, বিঁধলেন TMC-কে

কোচবিহারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক(Courtesy- Twitter/@NisithPramanik) (HT_PRINT)

রবিবার ছিল এনজেপি-গুয়াহাটি বন্দে ভারতের ট্রায়াল রান। আর সেদিন থেকেই তুমুল দাবি উঠছে নিউ কোচবিহারে বন্দে ভারতকে থামাতে হবে। এবার এনিয়ে বিরাট আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। 

নিউ কোচবিহার স্টেশনে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারতের স্টপেজ দেওয়ার দাবিতে তুমুলভাবে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। এমনকী স্থানীয় বাসিন্দাদের একাংশও কার্যত এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন। সকলেরই দাবি নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দিতেই হবে। এমনকী তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায় এনিয়ে সরাসরি কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাস্তায় নেমে আন্দোলনের প্রস্তুতিও চলছিল। তবে এবার স্টপেজ নিয়ে মুখ খুলেছেন খোদ নিশীথ প্রামাণিক। তার সঙ্গে শাসকদলের আন্দোলনের প্রস্তুতিতে জল ঢেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলছি বন্দে ভারত এক্সপ্রেস নিউ কোচবিহার স্টেশনে থামবে। খুব কম সময়ের মধ্যেই আপনারা সেটা দেখতে পাবেন। যে লিস্টটা দেওয়া হয়েছিল কোনওটাই চূড়ান্তভাবে দেওয়া হয়নি। প্রথমে দেওয়া হয়েছিল কোচবিহার স্টেশনে থামবে। পরে যেটা দেওয়া হয়েছে সেখানে কোনওভাবে হয়তো নেই। কিন্তু পরে যখন চূড়ান্ত দেওয়া হবে তখন দেখবেন আবার থাকবে।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, চূড়ান্ত লিস্ট এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সেকারণে আগাম এনিয়ে বিতর্ক তৈরি করে আমার মনে হয় না যে মানুষের মধ্যে এনিয়ে বিভ্রান্তি তৈরি করাটা ঠিক হবে। আমি বলব যারা এসব বলছেন তারা কোচবিহার শহরে বসে প্রেসমিট করে বন্দে ভারত নিয়ে বিতর্ক তৈরি করছে তারা রেলের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তৈরি করছেন তাদের কোনও কিছু করার ক্ষমতা নেই। শুধুমাত্র বিতর্ক তৈরি করাটাই তাদের কাজ।

রেল স্টপেজ নিয়ে তিনি বলেন, বন্দে ভারত ট্রেন নিউ কোচবিহারে থামবে। মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রেলের কর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন আলিপুরদুয়ার ও কোচবিহার দুটি কাছাকাছি হওয়ার কারণে তাদের কিছুটা কনফিউশন হচ্ছিল। তবে দ্রুত এই কনফিউশন দূর করে এনিয়ে রেল পদক্ষেপ নেবে। যারা বিতর্ক তৈরি করছেন, শুধু মিডিয়াতে মুখ দেখানোর জন্য তারা চালুর দিন আসবেন। আপনাদের জন্য পরিষেবা দিতে আমরা তৈরি। আলিপুরদুয়ার ও নিউ কোচবিহার দুটি স্টেশনেই যাতে বন্দে ভারত থামে, তার সবরকম চেষ্টা চলবে। যে তৃণমূলের দুষ্কৃতীরা বন্দে ভারতের উপর পাথর ছুঁড়তেন তাদের এসব বিতর্ক করা মানায় না। বিরোধীদেরও বলছি আপনারা পরিষেবা গ্রহণ করুন। কার্যত এভাবেই বন্দে ভারত নিয়ে বিরাট বার্তা দিলেন নিশীথ প্রামাণিক।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.