বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Gangasagar Mela: আজ গঙ্গাসাগরে পুণ্যস্নান, সন্ধ্যার মকরস্নানে কি সর্বকালের রেকর্ড ভাঙবে?‌

Gangasagar Mela: আজ গঙ্গাসাগরে পুণ্যস্নান, সন্ধ্যার মকরস্নানে কি সর্বকালের রেকর্ড ভাঙবে?‌

গঙ্গাসাগর মেলা। 

সাগরকে প্লাস্টিকমুক্ত করার জন্য বিশেষ কর্মসূচি নিয়েছিল গঙ্গাসাগর–বকখালি উন্নয়ন পর্ষদ ও সাগর পঞ্চায়েত সমিতি। এদিন দু’জন অসুস্থ পুণ্যার্থীকে এয়ারলিফ্ট করিয়ে কলকাতার হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন নেপালের বাসিন্দা। অন্যজন গোসাবার। এমনকী প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ, শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হচ্ছে মকরস্নানের পুণ্যলগ্ন। যেটা চলবে রবিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। তাই ভিড় বাড়তে শুরু করেছে গঙ্গাসাগর মেলায়। এখনই যা পরিস্থিতি, তাতে এবারের জনজোয়ারে সর্বকালীন রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছে প্রশাসন। এখানে আলো থেকে শুরু করে পুণ্যস্নানের সব ব্যবস্থা করে ফেলেছে প্রশাসন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ঘাট পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা হচ্ছে। এমনকী প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভিড় নিয়ে কী বলছেন মন্ত্রী?‌ এই পুণ্যস্নান নিয়ে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‌ইতিমধ্যে সাগরে পুণ্যস্নান সেরে চলে গিয়েছেন ৩১ লক্ষের বেশি তীর্থযাত্রী। আগামী দু’দিন আরও ভিড় হবে। ফলে ভক্ত সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছে প্রশাসন। রবিবার সারাদিন স্নানের সময় পাবেন পুণ্যার্থীরা। তবে এবার সংক্রান্তিতে রাতেও পুণ্যলগ্ন রয়েছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ৩৩টি হাইমাস্ট আলো এবং ৯০টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে।’‌

আর কী জানা যাচ্ছে?‌ গোটা এলাকা পরিদর্শন করেছেন জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায়, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দমকলমন্ত্রী সুজিত বসু–সহ জেলা প্রশাসনের কর্তারা। মেলার প্রস্তুতি দেখেই ভিড় হবে বলে বুঝতে পারছেন সবাই। তাই মন্ত্রীর কথায়, ‘‌এখনও পর্যন্ত ই–দর্শন করেছেন ৪০ লক্ষের বেশি মানুষ। ই–স্নানের অনলাইন অর্ডার এসেছে ১ হাজার ৮৩৪টি। অনলাইনে পুজো দিয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার ভক্ত।’‌ আর সাগরমেলায় জেলা প্রশাসনের নতুন উদ্যোগ—বন্ধন। পুণ্যার্থীদের ছবি সহ রাজ্য সরকারের ধন্যবাদজ্ঞাপন সার্টিফিকেট প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে। বাবুঘাট এবং গঙ্গাসাগর মিলিয়ে ৩৫টি কাউন্টার থেকে এখনও পর্যন্ত সার্টিফিকেট সংগ্রহ করেছেন ২ লক্ষ ৩৪ হাজার ৩৫০ জন।

এখন কী পরিস্থিতি রয়েছে?‌ সাগরকে প্লাস্টিকমুক্ত করার জন্য বিশেষ কর্মসূচি নিয়েছিল গঙ্গাসাগর–বকখালি উন্নয়ন পর্ষদ ও সাগর পঞ্চায়েত সমিতি। এই বিষয়ে জেলাশাসক সুমিত গুপ্ত বলেন, ‘‌গোটা মেলাচত্বর প্লাস্টিক মুক্ত রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও। তাই প্লাস্টিকের বিনিময়ে কাপড়ের ব্যাগ দেওয়া হয়েছে।’‌ তবে পুলিশ সূত্রে খবর, মেলা চলাকালীন ১২টি পকেটমারির ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে। চুরি যাওয়া ৩০ হাজার ৭৫০ টাকা উদ্ধার হয়েছে। এদিন দু’জন অসুস্থ পুণ্যার্থীকে এয়ারলিফ্ট করিয়ে কলকাতার হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন নেপালের বাসিন্দা। অন্যজন গোসাবার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.