নিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ সকাল থেকেই জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। হদিশ মিলেছে বিপুর পরিমাণ সম্পত্তির। তবে এই আবহে বিস্ফোরক অভিযোগ করলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিকের কাছে প্রিয়াঙ্কা বলেন, 'ইডি আমাকে একবারও ডাকেনি। ডাকলে নিশ্চয়ই সহযোগিতা করব। ইডি তাদের কাজ করছে। আমাদের কিছু বলার নেই।' পাশাপাশি শান্তনুর স্ত্রী বলেন, 'আমার জানা নেই এত টাকার সম্পত্তি রয়েছে। কিছুটা অবশ্যই জানতাম। সবটা জানি না।' (আরও পড়ুন: মমতার 'ওষুধেই' সরকারকে চাপে রাখার ছক ডিএ আন্দোলনকারীদের, যোগ দিলেন নওশাদও)
এদিকে প্রিয়াঙ্কা এ কথা বললেও শান্তনুর বিপুল সম্পত্তি, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নাম জড়িয়েছে প্রিয়াঙ্কার। আদালতে ইডি দাবি করেছে, শান্তনুর একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন প্রিয়াঙ্কা। তিনি একটি রেস্তরাঁ মালিক। এদিকে প্রিয়াঙ্কা নিজে মুখে স্বীকার করেন তিনি কুন্তল ঘোষকে চিনতেন। তবে প্রিয়াঙ্কার কাছে কুন্তলের পরিচয় ছিল 'পাড়া ছেলে' হিসেবে। প্রিয়াঙ্কা বলেন, 'বাড়িতে কোনও অনুষ্ঠান হলে নিমন্ত্রণ করা হতে কুন্তলকে। তখন আমাদের বাড়িতে আসত ও।'
আরও পড়ুন: দমদম থেকে ছুটতে শুরু করল নতুন মেট্রো, চিনে তৈরি এই ‘ডালিয়ান’ রেকের বিশেষত্ব কী?
এদিকে নিয়োগ দুর্নীতি থেকে তোলা কোটি কোটি টাকার খোঁজে জেরা, তল্লাশি চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। এই আবহে আজকে সকালে ব্যান্ডেলে একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি। আজ সকালে ব্যান্ডেলের বালিমোড়ের কাছে একটি বাড়িতে এবং বলাগড় এবং ব্যান্ডেল চার্চের কাছে কিছু জায়গায় তল্লাশি চালায় ইডি। এই জায়গাগুলির সঙ্গে শান্তনুর যোগ রয়েছে বলে জানা গিয়েছে। এই সব সম্পত্তি অবশ্য শান্তনুর কি না, তা এখনও খোলসা করে জানানো হয়নি ইডির তরফে।
আরও পড়ুন: বাংলায় এবার আর ৩ বছরে মিলবে না স্নাতক ডিগ্রি, নিয়ম বদলের বড় সিদ্ধান্ত সরকারের
ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে শান্তনুর ২০টি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। যার দাম প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা। শান্তনুর ২৫টি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এই সমস্ত অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ছিল বলে দাবি ইডির। এদিকে এই মামলায় কুন্তল ঘোষের ১৫টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এদিকে ব্যান্ডেলে বালিমোড়ের কাছে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ সহ একটি বিশাল বাড়ি কেনেন শান্তনু। জানা গিয়েছে, আজ সকালে সেই বাড়িতেই হানা দিয়েছিল ইডি। হাতুড়ি দিয়ে তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন তদন্তকারীরা।