বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Skin Recovered: রেড পান্ডা–চিতাবাঘের চামড়া উদ্ধার উত্তরবঙ্গে, নেপালের তিন পাচারকারী গ্রেফতার

Skin Recovered: রেড পান্ডা–চিতাবাঘের চামড়া উদ্ধার উত্তরবঙ্গে, নেপালের তিন পাচারকারী গ্রেফতার

দুটি রেড পান্ডার চামড়া এবং একটি চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে।

এদের কাছে রাখা ব্যাগ থেকেই বন্যপ্রাণীর চামড়া উদ্ধার হয়। রেড পান্ডার চামড়া উদ্ধারের ঘটনা এই প্রথম ঘটল। চামড়াগুলি ভুটানে পাচার করার ছক হচ্ছিল। ভুটানে এক চিনা নাগরিকের হাতে এই বন্যপ্রাণীর চামড়া তুলে দেওয়ার কথা ছিল। ৩০ লক্ষের বিনিময়ে গোটা পরিকল্পনা করা হয়েছিল। 

বড় পাচারচক্র ধরে ফেলল বন দফতর। একইসঙ্গে রেড পান্ডার চামড়া থেকে শুরু করে চিতাবাঘের চামড়া পর্যন্ত উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত থাকায় তিন নেপালের নাগরিক তথা পাচারকারীকে গ্রেফতার করেছে বৈকন্ঠপুর বনবিভাগ। তাঁদের কাছ থেকে দুটি রেড পান্ডার চামড়া এবং একটি চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে।

কেমন করে ধরা পড়ল?‌ বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের অফিসার সঞ্জয় দত্ত গোপন সূত্রে খবর পান। তারপর তিনি তাঁর টিম নিয়ে সেই সূত্রের ভিত্তিতে অভিযান চালায়। আর তখন এই তিন পাচারকারী সহ চামড়াগুলি উদ্ধার করা হয়। এগুলির বাজার মূল্য ৩০ লক্ষ টাকার বেশি। ধৃত তিনজনের নাম চন্দ্রপ্রকাশ চেমজং, গোবিন্দ সানবা লিম্বু, ইয়াকপু শেরপা। প্রত্যেকেরই বাড়ি নেপালে।

ঠিক কী বলছেন বন দফতরের আধিকারিক?‌ এই ঘটনা নিয়ে বৈকন্ঠপুরের ডিএফও হরি কৃষ্ণণন সংবাদমাধ্যমকে বলেন, ‘‌রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত গোপন সূত্রে খবর পেয়েছিল, ওই এলাকা থেকে বন্যপ্রাণী পাচার হবে। তাই রেঞ্জ আধিকারিক তাঁর দলবল নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় ঘাঁটি গেড়েছিলেন। আর এই পাচারকারীরা সেখান দিয়ে যেতেই ধরা পড়ে যায়।’‌ ওই এলাকা দিয়ে নেপালের নম্বরের একটি মোটরবাইক যেতে দেখে তাঁদের সন্দেহ হয়। তখন তাদের তাড়া করে মোটরবাইকটি ধরে ফেলেন আধিকারিকরা।

কী ছিল আসল ছক?‌ বন দফতর সূত্রে খবর, এদের কাছে রাখা ব্যাগ থেকেই বন্যপ্রাণীর চামড়া উদ্ধার হয়। রেড পান্ডার চামড়া উদ্ধারের ঘটনা এই প্রথম ঘটল। চামড়াগুলি ভুটানে পাচার করার ছক হচ্ছিল। ভুটানে এক চিনা নাগরিকের হাতে এই বন্যপ্রাণীর চামড়া তুলে দেওয়ার কথা ছিল। ৩০ লক্ষ টাকার বিনিময়ে গোটা পরিকল্পনা করা হয়েছিল। ধৃত তিনজনকে জেরা করে বড় চক্রের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।

বন্ধ করুন