বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জামিন পেলেন রেণু খাতুনের কবজি কাটায় অভিযুক্ত স্বামী শের মহম্মদ

জামিন পেলেন রেণু খাতুনের কবজি কাটায় অভিযুক্ত স্বামী শের মহম্মদ

শের মহম্মদ ও রেণু খাতুন।

তদন্তে নেমে প্রথমে শের মহম্মদকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদের ভরতপুর থেকে ২ ভাড়াটে দুষ্কৃতীকে গ্রেফতার করে তারা। সেই থেকে জেলবন্দি ছিল তারা সবাই।

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে স্ত্রীর কবজি কাটায় অভিযুক্ত স্বামী শের মহম্মদসহ ৪ দুষ্কৃতীকে জামিন দিল কাটোয়া আদালত। গ্রেফতারির ৮৪ দিনের মধ্যেই জামিন হয়ে গেল তাদের।

গত ৪ জুন রাতে ২ ভাড়াটে খুনি আসরাফ আলি ও হাবিবুর রহমানকে নিয়ে স্ত্রী রেণু খাতুনের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল শের মহম্মদের বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় চপার দিয়ে রেণুর ডান হাত কবজি থেকে কেটে নেয় তারা। অভিযোগ ওঠে, স্ত্রীর সরকারি চাকরিতে যোগদানে বাধা দিতেই এই কাজ করেছে সেই। এই ঘটনায় শের মহম্মদের তুতো ভাই চাঁদ মহম্মদেরও যোগ পায় পুলিশ।

তদন্তে নেমে প্রথমে শের মহম্মদকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদের ভরতপুর থেকে ২ ভাড়াটে দুষ্কৃতীকে গ্রেফতার করে তারা। সেই থেকে জেলবন্দি ছিল তারা সবাই।

এর মধ্যে হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন রেণু খাতুন। রাজ্য সরকারের চাকরিতে যোগদান করেন তিনি। পূর্ব বর্ধমানের কুরমুন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত রয়েছেন তিনি।

ওদিকে গ্রেফতারির পর শের মহম্মদ জানায়, ‘স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। ও চাকরি পেয়ে গেলে আমাকে ছেড়ে চলে যেত। তাই ওর হাত কেটেছি।

 

বন্ধ করুন