বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রায়গঞ্জের BJP বিধায়ক ও সাংসদের 'দ্বন্দ্ব', পার্টি অফিসে ঢাকল দেবশ্রীর ফ্লেক্স

যত দিন যাচ্ছে বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে দূরত্ব ততই বাড়ছে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর সঙ্গে বিরোধ এতটাই প্রকট হয়েছে যে বিজেপি কার্যালয়ের ভিতর একাধিক প্ল্যাকার্ড, ফ্লেক্সে বিজেপি সাংসদের মুখ ঢেকে দিয়েছেন বিধায়ক অনুগামীরা। উল্লেখ্য, কিছুদিন আগেই দলের মধ্যে সম্মান পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

বিজেপি সূত্রে খবর, এখন দিল্লিতে রয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অনেক নেতানেত্রীই রায়গঞ্জের বিধায়ককে ফোন করেছেন ও তিনি যাতে তৃণমূলে ফিরে না যান, সেই অনুরোধ করেছেন। তবে তাঁর দিল্লিতে যাওয়া নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে অবশ্য রায়গঞ্জের বিধায়ক জানান, তিনি কেন দিল্লিতে আছেন, তা সময়ই বলবে। তবে একাধিক ফ্লেক্স, প্ল্যাকার্ডে বিজেপি সাংসদের মুখ ঢেকে দেওয়া নিয়ে বিধায়ক জানান, 'আমার কার্যালয়ে দেবশ্রীর ছবি নিয়ে কী হয়েছে, তা অবশ্য বলতে পারব না।' তবে দেবশ্রীর প্রতি তিনি ক্ষুব্ধ তা জানাতে ভোলেননি বিধায়ক। তাঁর বক্তব্য, 'দলের মধ্যে বাসুদেব ও দেবশ্রীদেবীর অন্যায় স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করেছি। তাঁদের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই।'

সম্প্রতি উত্তরবঙ্গের বিজেপির আহ্বায়ক শ্যামচাঁদ ঘোষ রায়গঞ্জে এসেছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে দেখা করতে। শ্যামচাঁদ কৃষ্ণকে ফোনও করেছিলেন। তখন ফোনেই কৃষ্ণ জানিয়ে দেন, তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। তাঁর মূল অভিযোগ যে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকার ও সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে সে কথা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন কৃষ্ণ।

বন্ধ করুন