বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নাগাল্যান্ড থেকে উদ্ধার কালচিনির বধূ, কেন গিয়েছিলেন নাগাল্যান্ডে?

নাগাল্যান্ড থেকে উদ্ধার কালচিনির বধূ, কেন গিয়েছিলেন নাগাল্যান্ডে?

নাগাল্যান্ড থেকে উদ্ধার কালচিনির বধূ (প্রতীকী ছবি)

এর আগেও ডুয়ার্স থেকে এক কিশোরীকে বিহারে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

গত ২৫শে জুন বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন আলিপুরদুয়ারের কালচিনির দক্ষিণ সাতালি গ্রামের বাসিন্দা এক বধূ। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। দিন দুয়েক বাদে কালচিনি থানার পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পুলিশ তদন্তে নেমে ওই বধূর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে। এরপর দেখা যায় নাগাল্যান্ডে ফোনটি রয়েছে। কালচিনি থানার পুলিশ নাগাল্যান্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর নাগাল্যান্ডের উনাং এলাকায় তাঁর খোঁজ পাওয়া যায়। নাগাল্যান্ডে পুলিশের তরফে গোটা বিষয়টি কালচিনি থানার পুলিশকে জানানো হয়। তারপর  নাগাল্যান্ড থেকে ওই বধূকে কালচিনি নিয়ে আসে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারনা, ওই বধূ কিছুটা মানসিক ভারসাম্যহীন। কিন্তু কীভাবে তিনি কালচিনি থেকে নাগাল্যান্ডে চলে গেলেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশের অনুমান সম্ভবত কাজের টোপ দেখিয়ে তাকে নাগাল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। একটি বাড়িতে তিনি পরিচারিকার কাজও পেয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে তাঁর পক্ষে একা নাগাল্যান্ডে যাওয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে কে তাকে নাগাল্যান্ডে নিয়ে গেল সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। তাকে কোনও মিথ্যা প্রলোভন দেখিয়ে নাগাল্যান্ড নিয়ে যাওয়া হয়েছিল কি না সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত এর আগেও ডুয়ার্স থেকে এক কিশোরীকে বিহারে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে তাকে উদ্ধার করা হয়। 

 

বাংলার মুখ খবর

Latest News

সন্দীপের পলিগ্রাফে আরও ঘনীভূত রহস্য, ঠিক কী তথ্য গোপন করছেন ধন্ধে সিবিআই কন্যায় সূর্যের প্রবেশে বহু রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকবে! লাকি কারা? মমতার বিরুদ্ধে কুৎসা যারা করছে, তাদের ঝাঁটা পেটা করার নিদান মালদার TMC নেত্রীর ‘‌দুপক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক’‌, নম্র আবেদন নির্যাতিতার বাবা–মার সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৪৯ জন মৎসজীবী, হেলিকপ্টার দিয়ে তল্লাশি বিশ্বভারতীর ছাত্রীর রহস্য মৃত্যুতে বেনিয়াপুকুরে গ্রেফতার দুই LIVE: বাসের সামনে ও পিছনে পাইলট কার! কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা, আজ বৈঠক? এমি অ্যাওয়ার্ডস: সব রেকর্ড গুঁড়িয়ে শোগুনের ঝুলিতে ১৮টা এমি, বাকিরা কে কোথায়? জামিন পেয়ে এলাকায় ফিরতেই বহিষ্কৃত নেতাকে মালা পরিয়ে উৎসবে মাতলেন TMC কর্মীরা টাইফুন 'ইয়াগি'র দাপটে বিপর্যস্তদের পাশে বন্ধু ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.