বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মাঠ থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, খুন নাকি আত্মহত্যা?

মাঠ থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, খুন নাকি আত্মহত্যা?

মাঠ থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ (প্রতীকী ছবি)

বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক হিংসা চলছে।

ফের বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। পশ্চিমমেদিনীপুরের দাঁতনের ঘটনা। গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। মৃত বিজেপি কর্মীর নাম শ্রীকান্ত পাত্র। বিজেপির দাবি তৃণমূলের লোকজন তাকে খুন করে মাঠে ফেলে দিয়েছে। তৃণমূলের পালটা দাবি ওই ব্যক্তি পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে মাঠের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় ওই দেহটিকে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়়ে যায়। বিজেপির জেলা সভাপতি সৌমেন তিওয়ারি বলেন, গোটা রাজ্যেই ভোটপরবর্তী হিংসার ঘটনা হচ্ছে। দাঁতনও তার ব্যতিক্রম নয়। এটা তৃণমূলেরই কাজ। অন্য়দিকে তৃণমূলের ব্লক সভাপতির পালটা দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ওই ব্যক্তি পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন। এদিকে দেহ উদ্ধারের ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রক্তাক্ত অবস্থায় দেহটি পাওয়া গিয়েছে বলে পরিবারের একাংশের দাবি। তবে পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পরই এব্যাপারে চূড়ান্তভাবে কিছু বলা যাবে। 

অন্য়দিকে বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক হিংসা চলছে। শাসকদলের অত্যাচার চলছে বিজেপির নেতা কর্মীদের উপর। তাদের অত্যাচারের জেরে এখনও একাধিক বিজেপি কর্মী ঘরছাড়া অবস্থায় রয়েছে। এবার বিজেপির কর্মীকে পিটিয়ে খুন করা হল। তবে বিজেপির তোলা অভিযোগ একেবারেই মানতে চাননি তৃণমূল নেতৃত্ব। 

 

বন্ধ করুন