বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রাক্তন নৌসেনা কর্মী খুনে উদ্ধার করাত, নামল ডুবুরি, দেখিয়ে দিল অভিযুক্ত ছেলে

প্রাক্তন নৌসেনা কর্মী খুনে উদ্ধার করাত, নামল ডুবুরি, দেখিয়ে দিল অভিযুক্ত ছেলে

নিহত উজ্জ্বল চক্রবর্তীর দেহাংশ উদ্ধার করেছিল পুলিশ। সংগৃহীত ছবি

এদিন মৃতের ছেলে জয় চক্রবর্তীকে পুলিশকে নিয়ে আসে। সে পুলিশকে দেখিয়ে দেয় কোথায় সে করাতটিকে ফেলেছিল। সেখান থেকেই করাতটিকে অত্যন্ত সাবধানে উদ্ধার করা হয়। তবে কোমরের অংশ পেলেও হাতের অংশ এখনও পাওয়া যায়নি।

নৌসেনাকর্মী উজ্জ্বল চক্রবর্তীর দেহ বাথরুমে নিয়ে গিয়ে করাত দিয়ে কেটে ফেলেছিল ছেলে। সহায়তা করেছিলেন মা। অভিযোগ এমনটাই। এই ঘটনায় শিউরে উঠেছেন বঙ্গবাসী। ঘটনার নৃশংসতা শুনে অনেকেই শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাবের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। তবে এবার উজ্জ্বল খুনে ব্যবহার করা করাতের সন্ধান পেল পুলিশ। বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার করা হল করাতটিকে। ধৃত ছেলেই দেখিয়ে দিল করাতের অবস্থান।

একেবারে ডুবুরি নামিয়ে বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার করা হল করাতটিকে। আসলে কাঠের মিস্ত্রি ওই করাতটিকে বাড়িতে ফেলে রেখে গিয়েছিলেন। মনে করা হচ্ছে সেই করাতকেই বাবার শরীর কাটার কাজে ব্যবহার করেছিলেন ছেলে। এরপর প্রমাণ লোপাটের জন্য় সেই করাতটাকে ফেলে দেওয়া হয়েছিল জলে। দেহাংশের সঙ্গেই করাতও ফেলা হয় জলে।

এদিকে এদিন মৃতের ছেলে জয় চক্রবর্তীকে পুলিশকে নিয়ে আসে। সে পুলিশকে দেখিয়ে দেয় কোথায় সে করাতটিকে ফেলেছিল। সেখান থেকেই করাতটিকে অত্যন্ত সাবধানে উদ্ধার করা হয়। তবে কোমরের অংশ পেলেও হাতের অংশ এখনও পাওয়া যায়নি। হয়তো শেয়ালে খেয়ে ফেলেছে হাতের অংশ। ইতিমধ্য়েই পুলিশ এনিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখছে।

 

বন্ধ করুন