স্টুডিয়ো বন্ধ করে বাড়ি ফেরার পথে মৃত্যু ব্যবসায়ী। বুধবার রাতে সিঙুরের হরিপুর বাজার থেকে ফেরার পথে রাস্তার ধারে সোমনাথ মাইতি (৩২) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। ধারের টাকা ফেরত নিয়ে বিবাদের জেরে খুন বলে দাবি পরিবারের। তদন্তে নেমেছে সিঙুর থানার পুলিশ।
নিহত সোমনাথের বাড়ি দিয়াড়া মালিকপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে হরিপুর বাজারে তাঁর একটি স্টুডিয়ো ও সাইবার ক্যাফে রয়েছে। রোজ রাতে দোকান বন্ধ করে স্কুটার চালিয়ে বাড়ি ফেরেন তিনি। বুধবার রাত বাড়লেও না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এর পর জানতে পারেন, বড়া ও দিয়াড়ার মাঝে রাস্তার পাশে পড়ে রয়েছে সোমনাথবাবুর দেহ। ঘটনাস্থলে গিয়ে দেখেন, রাস্তার ওপর সোমনাথবাবুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তার পাশেই পড়ে রয়েছে চালের বস্তা। এক পাশে পড়ে রয়েছে স্কুটার।
খবর পেয়ে ঘটনাস্থলে সিঙুর থানার ওসির নেতৃত্বে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারা। যুবকের গলায় কাটা দাগ রয়েছে বলে জানা গিয়েছে।
নিহতের স্ত্রী জানিয়েছেন, আমার স্বামী ব্যবসা করে খেতেন। ওর কাছ থেকে অনেকে টাকা ধার নিয়েছিল। কিন্তু সেই টাকা শোধ দিচ্ছিল না। সম্প্রতি ও একটা জমি কিনবে বলে ঠিক করে। সেজন্য পাওনাদারদের টাকা মিটিয়ে দিতে বলে। টাকা ফেরত চাওয়াতেই ওকে কেউ খুন করে থাকতে পারে। পুলিশ সবটা খতিয়ে দেখুক। আমি দোষীর কড়া শাস্তি চাই।