আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তা নিয়ে এই বাংলা উত্তাল হয়েছে। রাজপথে নেমেছে মানুষ। জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন করে চলেছেন। ইতিমধ্যেই তার জেরে ২৪ জন রোগীর মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় বলে অভিযোগ। যদিও এমন পরিস্থিতিতে ‘অভয়া ক্লিনিক’ খুলে চিকিৎসকরা কিছু পরিষেবা দিচ্ছেন। এবার ‘অভয়া পাঠশালা’ চালু করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের আন্দোলনকারীরা। এখন থেকে দিনেরবেলায় চলবে ‘অভয়া ক্লিনিক’। আর রাতেরবেলায় চলবে ‘অভয়া পাঠশালা’। আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা জানান, লাগাতার আন্দোলনের জেরে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউজি পড়ুয়াদের। তাই এই বিকল্প পথ।
কলকাতায় আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের দড়ি টানাটানি এখনও চলছে। সেটা আজ অথবা কাল মিটে যাবে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট ডাক্তারি পড়ুয়াদের কথা ভেবেই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা ‘অভয়া পাঠশালা’ চালুর উদ্যোগ নিয়েছেন। এই বিষয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের পিজিটিরা জানান, মঙ্গলবার রাত থেকে এই মেদিনীপুর মেডিক্যাল কলেজে চালু হয়েছে ‘অভয়া পাঠশালা’। এই পাঠশালার মাধ্যমে ক্লিনিক্যাল পাঠদানই করা হবে। তবে এই পঠনপাঠান কোনও ক্লাসরুমে হবে না। এই পাঠশালা চলবে ক্যাম্পাসের মধ্যে কোনও খোলা জায়গায়।
আরও পড়ুন: ‘জানিস আমি কে’, পুলিশের চোখে ধূলো দিয়ে কালনা আদালত থেকে পালাল আসামী
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সমস্ত মেডিক্যাল কলেজে অধ্যক্ষই হবে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তার সঙ্গে থাকবেন নার্স, জুনিয়র ডাক্তার এবং স্থানীয় থানার পুলিশ। রাজনীতি বাদ রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই পাঠশালা নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডা: দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় বলেন, ‘রাজ্যজুড়ে আমরা আন্দোলন করলেও ৩০ দিন ধরে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছি। আমরা ‘অভয়া ক্লিনিক’ চালু করেছি। মানুষ পরিষেবা পাচ্ছেন। কিন্তু আমাদের জুনিয়র ডাক্তার পড়ুয়ারা শিক্ষাটা পাচ্ছে না। তাই এবার ‘অভয়া পাঠশালা’ চালু করা হচ্ছে।’
এই বিষয়টির অনেকে প্রশংসা করেছেন। আর ডা: দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘মেডিক্যাল কলেজগুলিতে পোস্ট গ্র্যাজুয়েটের দ্বিতীয় বর্ষে ইউজি স্টুডেন্টদের পড়াতে বলা হয়। এই ‘অভয়া পাঠশালা’ সেই ক্লাসগুলিই হবে। সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের দিয়ে শিক্ষাদানের চিন্তাভাবনা করা হচ্ছে।’ আন্দোলনরত পিজিটি অনীক দাসের কথায়, ‘আন্দোলন দীর্ঘমেয়াদি হতে চলেছে! তাই আমাদের এমন ধরনের চিন্তাভাবনা করতে হচ্ছে।’ রাজ্যজুড়ে এই ‘অভয়া পাঠশালা’ চালু করার কথা চিকিৎসক ফোরামে আলোচনা হচ্ছে বলে সূত্রের খবর। মেদিনীপুরে ইতিমধ্যেই শুরু হল অভয়া পাঠশালা।