আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তা নিয়ে এই বাংলা উত্তাল হয়েছে। রাজপথে নেমেছে মানুষ। জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন করে চলেছেন। ইতিমধ্যেই তার জেরে ২৪ জন রোগীর মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় বলে অভিযোগ। এই আবহে দুর্নীতি এবং থ্রেট কালচারের অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসকদের উপর শাস্তির খাঁড়া নেমে এসেছে। অভীক দে’কে ব্যানড করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সাসপেন্ড করেছে আইএমএ। আর এবার বর্ধমান হাসপাতালের প্রসূতি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের পদ থেকে সরানো হল অভীক দে’র স্ত্রী নূপুর ঘোষকে। তাঁকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বদলি করা হয়েছে। বদলির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
কলকাতায় আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের দড়ি টানাটানি এখনও চলছে। সেটা আজ অথবা কাল মিটে যাবে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে বারবার স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজের গেস্ট হাউসে অভীক দে’র আইবুড়োভাতের অনুষ্ঠান করা হয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে যথেষ্ট বিতর্ক হয়। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সন্দীপ ঘোষের কাছের লোক বলেই এই সুবিধা পেয়ে ছিলেন চিকিৎসক অভীক বলে সূত্রের খবর।
আরও পড়ুন: সন্দীপ ঘোষের সেলকে ঘিরে বসল সিসিটিভি ক্যামেরা, মোতায়েন করা হয়েছে দু’জন কারারক্ষীকে
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সমস্ত মেডিক্যাল কলেজে অধ্যক্ষই হবে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তার সঙ্গে থাকবেন নার্স, জুনিয়র ডাক্তার এবং স্থানীয় থানার পুলিশ। রাজনীতি বাদ রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগে অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভীক দে’কে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) রাজ্য শাখা এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলও তাঁকে সাসপেন্ড করেছে।
এই বিষয়টি নিয়ে এখন চারদিকে আলোচনা শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। সন্দীপবাবুর সঙ্গে গ্রেফতার হওয়া বাকি তিনজন হলেন— বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরা। অভীক দে এসএসকেএম হাসপাতালে কোনও ক্লাস নিতে পারবেন না। ইমার্জেন্সি বা আউটডোর এবং ইন্ডোরে পরিষেবা দিতে পারবেন না তিনি। অস্ত্রোপচার করতে এবং ওয়ার্ডে রাউন্ড দিতে পারবেন না অভীক দে। কোনও সেমিনার থেকে শুরু করে জার্নাল ক্লাবে পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন না অভীক বলে জারি করা হয়েছে নির্দেশিকা। এবার বদলি করা হল অভীক দে’র স্ত্রীকে।