আরজি কর মেডিক্যালের সেমিনার রুমে 'বহিরাগত' থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কে নাম জড়িয়েছে অধীক দে নামক এক চিকিৎসকের। দাবি করা হচ্ছে, 'রহস্যজনক লাল জামা' এই অধীক দে ছিল। যদিও পুলিশ প্রথমে তাকে 'ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট' বলে দাবি করেছিল। এরই মাঝে এবার দাবি করা হল, বর্ধমান মেডিক্যাল কলেজে এখনও হুমকি দিয়ে বেড়াচ্ছে অভীক দে-র অনুগামীরা। উল্লেখ্য, এই অভীক দে তৃণমূলের চিকিৎসক সেলের ইনচার্জ বলে দাবি করা হয়েছিল একাধিক রিপোর্টে। জানা গিয়েছে, আরজি করের ঘটনায় প্রতিবাদ করায় বর্ধমান মেডিক্যালের জেনারেল বডির মিটিংয়ে পড়ুয়াদের হুমকি দেওয়া হয় অভীকের অনুগামীদের তরফ থেকে। এই আবহে মেডিক্যাল কলেজের অধ্যক্ষর কাছে ডেপুটেশনও দেন জুনিয়র ডাক্তাররা।
আরজি কর হাসপাতালের যে সেমিনার রুমে নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেখানকার একটি ছবি সম্প্রতি সামনে এসেছে। প্রথমে সোশ্য়াল মিডিয়ায় প্রশ্ন উঠেছিল, ক্রাইম সিনে যাঁরা আছেন, তাঁরা কি বহিরাগত? এই প্রশ্ন উঠতেই পুলিশের তরফ থেকে সাফাই দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সেই সময় ছবিতে উপস্থিত সবাইকে চিহ্নিত করে পরিচয় দিয়েছিলেন তিনি। সেখানেই লাল জামা পরিহিত এক ব্যক্তিকে ফরেন্সিক বিশেষজ্ঞ বলে দাবি করা হয়েছিল। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, সেই লাল জামা পরিহিত ব্যক্তি আদতে এসএসকেএমের সার্জারি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট প্রথম বর্ষের ট্রেনি চিকিৎসক অভীক দে। সন্দীপ ঘনিষ্ঠ বলেই নাকি পরিচিত এই চিকিৎসক। এই আবহে প্রশ্ন উঠছে, যদি সত্যিই ছবির লাল জামা ব্যক্তি এবং অভীক দে একই ব্যক্তি হন, তাহলে একজন ট্রেনি কীভাবে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হন?
প্রসঙ্গত, আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর একটা এক করে দিন পার হচ্ছে এবং মানুষের মনে প্রশ্ন জাগছে, আর কতদিন? এই আবহে সিবিআই-এর কাজ নিয়ে অসন্তোষ জন্মাতে শুরু করেছে মানুষের মনে। তবে এরই মধ্যে আনন্দবাজারের এক রিপোর্টে দাবি করা হয়, সিবিআই সূত্রে নাকি জানা গিয়েছে, আরজি করে চিকিৎসক খুনের তদন্তে ফরেন্সিক নমুনা সংগ্রহে বেনিয়ম হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ঘটনাস্থল থেকে যে ফরেন্সিক বিশেষজ্ঞদের নমুনা সংগ্রহ করার কথা ছিল, তাঁরা সেই কাজ করেননি। বদলে অন্য দু'জন সেই কাজ করেন। উল্লেখ্য, ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা মৃতদেহ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে থাকেন। আর ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা বিশেষজ্ঞরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে থাকেন। বিশেষ ক্ষেত্রে বিশেষ পারদর্শিতার প্রয়োজন হয় এর জন্যে।